ক্রিকেটারদের ক্লান্তিকে শুধুই অজুহাত মনে করেন ব্রুক

আন্তর্জাতিক
ক্লান্তিকে শুধুই অভিযোগ মনে করেন ব্রুক
সেঞ্চুরির পর হ্যারি ব্রুক
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ইংল্যান্ডের ব্যস্ত সূচি চলছে। একদিন আগেই তারা সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে। এদিকে সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক, বেন ডাকেট, জো রুট ও জেমি স্মিথ ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের পর খেলেছেন দ্য হান্ড্রেডেও। ব্যস্ত সূচি তাদের দমিয়ে রাখতে পারেনি। দ্য হান্ড্রেড শেষেই তারা মাঠে নেমেছে প্রোটিয়াদের বিপক্ষে।

অনেকেই মনে করেন এই ব্যস্ত সূচির ধকলের কারণেই পারফর্ম করতে পারছে না ইংলিশরা। তবে ব্রুক এই বিষয়টি উড়িয়ে দিয়েছেন। চলতি বছরের শেষে অ্যাশেজ সিরিজে মাঠে নামবে ইংল্যান্ড। এ ছাড়া আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপও। অ্যাশেজের দলে কারা থাকবেন সেই ব্যাপারটি অধিনায়ক ও কোচের হাতেই ছেড়ে দিয়েছেন ব্রুক। আর ক্রিকেটারদের ক্লান্তিকে শুধুই অজুহাত মনে করেন ব্রুক।

তিনি বলেন, 'আমি অ্যাশেজ দলের নির্বাচক নই, সেটা (বেন) স্টোকসি আর বাজ (ব্রেন্ডন ম্যাককালাম)-এর কাজ। আমরা প্রতিটি হোয়াইট-বল ম্যাচে আমাদের সবচেয়ে শক্তিশালী দল নামাতে চাই। আমাদের সামনে বিশ্বকাপ আছে—এই শীতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরের শীতে ওয়ানডে বিশ্বকাপ। সহজেই বলা যায় আমরা ক্লান্ত, কিন্তু আমার চোখে সেটা শুধু অজুহাত। আমরা যথেষ্ট ভালো ও ফিট আছি, তাই আপাতত খেলে যেতে পারব।'

এদিকে, লর্ডসে ব্যাটিং পারফরম্যান্সে উন্নতি দেখে স্বস্তি পেয়েছেন ব্রুক, কারণ তার নিজের ঘরের মাঠ ইয়র্কশায়ারে আগের ম্যাচে ভয়াবহ ব্যর্থ হয়েছিল ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বল পর্যন্ত খেলে ৫ রানে হেরে গেছে ইংলিশরা।

পারফরম্যান্সের প্রশংসা করে ব্রুক বলেছেন, 'আমাদের মনে হয়েছিল তারা (দক্ষিণ আফ্রিকা) ১০–১৫ রান বেশি করেছে, তাই তাদের স্কোরের এক শট দূরত্বে পৌঁছানোটা আমাদের জন্য ভালো সাফল্য।'

দ্বিতীয় ওয়ানডেতে হেরে সিরিজে সমতা ফেরাতে পারেনি ইংলিশরা। বিশেষ করে বোলারদের মধ্যে জ্যাকব বেথেল ও উইল জ্যাকস ১০ ওভারে ১১২ রান খরচ করেছেন। তাদের নিয়ে বাজি খেলেছিলেন বলে দাবি ব্রুকের। তবে সেই বাজি কাজে লাগেনি বলে স্বীকার করে নিয়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক।

ব্রুক বলেন, 'সম্ভবত আমি একবার ভুল করেছিলাম, যখন জ্যাকসিকে প্যাভিলিয়ন এন্ড থেকে ডানহাতিদের বিপক্ষে বল করিয়েছিলাম, কিন্তু ওই দিকটা একটু ঢালু ছিল। এটা ছিল এক ধরনের বাজি, আর সেই বাজিটা সফল হয়নি।'

আরো পড়ুন: হ্যারি ব্রুক