
সল্ট-ব্রুকের তাণ্ডবের পর রশিদের স্পিন জাদুতে জিতল ইংল্যান্ড
জস বাটলার ফিরলেও অপরপ্রান্তে খুনে ব্যাটিংয়ে তাণ্ডব চালাতে থাকেন ফিল সল্ট। পেসার কাইল জেমিসনের বলে ফেরার আগে খেলেছেন ৫৬ বলে ৮৫ রানের ইনিংস। সল্ট ফেরার পর ব্যাটিংয়ে ঝড় তোলেন হ্যারি ব্রুক। ৫ ছক্কা ও ৬ চারে করেছেন মাত্র ৩৫ বলে ৭৮ রান। তাদের দুজনের ওমন ব্যাটিংয়ে ২৩৬ রান তোলার পর আদিল রশিদের স্পিন জাদুতে জয় পেয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংলিশরা।