লিটন ধারাবাহিক হলে বড় ইভেন্টেও ভালো করা সম্ভব: তাসকিন

আন্তর্জাতিক
লিটন ধারাবাহিক হলে বড় ইভেন্টেও ভালো করার সম্ভব: তাসকিন
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চার ইনিংস পর হাফ সেঞ্চুরি পেয়েছেন লিটন দাস। তার ২৯ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংসে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে তার ভূয়সী প্রশংসা করেন তাসকিন আহমেদ। লিটনের ফর্মে ফেরা দলের জন্য কতখানি প্রয়োজন সেটাও ফুটে উঠলো তার কথায়।

শেষবার শ্রীলঙ্কা সফরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি পান লিটন। প্রথম ম্যাচে ছয় রানে ফেরার পর দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৭৬ রানের ইনিংস আসে তার ব্যাটে। পরের ম্যাচে করেন ২৬ বলে ৩২ রান।

তারপর ঘরের মাঠে পাকিস্তান সিরিজে সেভাবে সুবিধা করতে পারেননি লিটন। মিরপুরে তিন ম্যাচে করেন যথাক্রমে ১, ৮ ও ৮ রান। কিন্তু নেদারল্যান্ডসকে পেয়ে ফের জ্বলে উঠলেন তিনি। তার ইনিংসে মাত্র ১৩.৩ ওভারেই ১৩৭ রানের লক্ষ্য স্পর্শ করে বাংলাদেশ।

এশিয়া কাপের আগমুহূর্তে লিটনের ব্যাটে রান দেখে তাসকিন বলেন, 'লিটন অসাধারণ ব্যাটিং করেছে মাশাআল্লাহ। আসলে লিটনের ভালো খেলাটা বা ফর্মে থাকাটা আমাদের টিমের জন্য অনেক জরুরি। তো মাশাআল্লাহ ও সাম্প্রতিক সময়ে ফর্মে আসছে এবং ভালো ব্যাটিং করছে, নেটেও দেখছি। এই ধারাবাহিকতাটা যদি আমাদের আগাতে থাকে, সামনে বড় ইভেন্টেও ভালো করা সম্ভব।'

'কারণ স্পোর্টিং কন্ডিশনে যেকোনো এক সাইড দিয়ে জিতা কখনোই সম্ভব না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই লাগে। আর আমাদের মতো টিমে তো সব ক্ষেত্রে অবদানটা আরও বেশি লাগে। তাই এটা খুব ভালো লক্ষণ যে ব্যাটিংয়ে ভালো হচ্ছে, বোলিংয়েও ভালো হচ্ছে।'

এই ম্যাচে অসাধারণ পারফর্ম করেন সাইফ হাসানও। লম্বা সময় পর দলে ফেরা সাইফ দুই ওভারে ১৮ রান খরচায় দুটি উইকেট নেন। এরপর ব্যাটিংয়ে নেমে ১৯ বলে অপরাজিত ৩৬ রানের কার্যকরি ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন।

সাইফকে অলরাউন্ডার হিসেবেই চেয়েছিলেন লিটন। তাসকিনও খুশি তার পারফরম্যান্সে, 'মাশাআল্লাহ, সাইফের ভালো অবদান ছিল। বোলিংয়ে দুইটা উইকেট নিছে, ব্যাটিংয়েও দারুণ ফিনিশ করছে।'

আরো পড়ুন: লিটন দাস