
কাইল ক্লেইন— রন্ডেবশ স্কুলের ‘ক্রিকেট ফ্যাক্টরি’ থেকে ডাচদের ভবিষ্যত
বয়স মাত্র ১৭ বছর, কিউনা মাফাকা পড়ছেন স্কুলের শেষ বর্ষে। গ্রীষ্মের ছুটি পেয়ে মুম্বাইয়ের বিমান ধরতে চেয়েছিলেন তিনি। মুম্বাইয়ের বিমান ধরেছিলেন তবে ছুটি কাটাতে নয়। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএল খেলার জন্য মাফাকা ভারতে এসেছিলেন মাসখানেকের বেশি সময়ের জন্য। যুব বিশ্বকাপে আলা ছড়িয়ে, আইপিএল, সাউথ আফ্রিকার জাতীয় দলের জার্সিও গায়ে জড়িয়েছেন। স্কুল পড়ুয়া তরুণের জন্য বিশেষ ব্যাপারই বটে। একটা দেশের স্কুল ক্রিকেট কতটা সমৃদ্ধ হলে ১৭ বছরেই একজন তরুণ পুরো দুনিয়া দাঁপিয়ে বেড়াতে পারেন।