ভারতীয় দলের স্পনসরশিপ ছাড়তে বাধ্য হলো ড্রিম ইলেভেন

ভারত, ফাইল ফটো
অনলাইন গেমিং কোম্পানি ড্রিম ইলেভেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সিইও হেমাং আমিনকে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, তারা আর ভারতীয় দলের জার্সিতে থাকতে পারছে না।

promotional_ad

এই সিদ্ধান্ত এসেছে ভারতের নতুন অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পর। বিল অনুযায়ী, অনলাইন মানি গেমিং নিষিদ্ধ হওয়ায় ড্রিম ইলেভেন তাদের অর্থভিত্তিক মডেল বন্ধ করতে বাধ্য হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এখন থেকে কেবল ফ্রি-টু-প্লে গেমিং সেবা দেবে।


আরো পড়ুন

একইসাথে খেলোয়াড় ও কোচ হিসেবে বিদেশি লিগে যেতে চান অশ্বিন

৮ ঘন্টা আগে
রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো

বিসিসিআই সচিব দেবজিত শাইকিয়া বলেন, 'যদি আইনেই অনুমোদিত না হয়, তাহলে আমরা কিছুই করব না। বিসিসিআই দেশের কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী প্রতিটি বিষয় মেনে চলবে।'


promotional_ad

বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, '(ড্রিম ইলেভেনের প্রতিনিধিরা) বিসিসিআই অফিসে গিয়ে সিইও হেমাং আমিনকে জানিয়েছেন যে তারা আর চালিয়ে যেতে পারবেন না। ফলে এশিয়া কাপে তারা দলের স্পনসর থাকছে না। শিগগিরই নতুন দরপত্র আহ্বান করবে বিসিসিআই।'


আরো পড়ুন

এশিয়া কাপ নয়, সিমন্সের ভাবনায় শুধুই নেদারল্যান্ডস সিরিজ

৩৭ মিনিট আগে
ক্রিকফ্রেঞ্জি

এশিয়া কাপ শুরুর বাকি মাত্র দুই সপ্তাহ। তাই এই সময়ের মধ্যে নতুন স্পনসর খুঁজে পাওয়া বিসিসিআইয়ের জন্য চ্যালেঞ্জ হতে পারে। এনডিটিভির তথ্য অনুযায়ী, ড্রিম ইলেভেনের লোগোযুক্ত জার্সি এরই মধ্যে প্রস্তুত করা হয়েছিল, তবে তা এশিয়া কাপে আর ব্যবহার হবে না।


বিসিসিআই-ড্রিম ইলেভেনের মধ্যে চুক্তি হয়েছিল ২০২৩ সালের জুলাইয়ে, মেয়াদ ছিল তিন বছর। মোট অঙ্ক ৩৫৮ কোটি রুপি। তবে দুই বছরের মাথায় সেটি শেষ হয়ে যাচ্ছে। বিসিসিআই এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। আগামী ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করবে ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball