স্মিথের চোটে প্রথমবার নিউজিল্যান্ডের টেস্ট দলে ফকস

ফাইল ছবি
পেটের পীড়াজনিত সমস্যার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেছেন নাথান স্মিথ। ২৭ বছর বয়সি পেস বোলিং অলরাউন্ডারের পরিবর্তে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন জাকারি ফকস। কিউই এই পেস বোলিং অলরাউন্ডারের ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

promotional_ad

বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করার সময় পেটের পীড়া অনুভব করেন স্মিথ। ইনিংসের ৯৩তম ওভারের সময় রিটায়ার্ট হার্ট হয়ে মাঠ ছাড়েন। ওই সময় ৭৯ বলে ২২ রানে ব্যাটিং করছিলেন তিনি। পরে আর মাঠে ফেরেননি স্মিথ। পরবর্তীতে এমআরআই করানো হলে জানা যায় কিউই পেস বোলিং অলরাউন্ডারের সেরে উঠতে দুই কিংবা চার সপ্তাহ সময় লাগবে।


আরো পড়ুন

ফকসের ‘৯ উইকেটে’ নিউজিল্যান্ডের ৩৫৯ রানের জয়

৯ আগস্ট ২৫
জিম্বাবুয়ে ক্রিকেট

প্রথম ইনিংসে ১৪৯ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। সেই ইনিংসে ২০ রানে ৩ উইকেট নিয়েছিলেন স্মিথ। তাঁর বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার ফকস। এখন পর্যন্ত ১৩ টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে খেলেছেন। জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকাকে নিয়ে আয়োজিত সবশেষ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ছিলেন ফকস। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে কিউইরা।


promotional_ad



১৯ প্রথম শ্রেণির ম্যাচে ৫৭ উইকেট নেয়ার পাশাপাশি ৫৪৪ রান করেছেন তিনি। ফকসের পাশাপাশি বেন লিস্টারকেও স্কোয়াডে যুক্ত করা হয়েছে। উইলিয়াম ও’রুর্কের ব্যাকআপ হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে বাঁহাতি এই পেসারকে। প্রথম টেস্টের তৃতীয় দিনের সময় কোমড়ে ব্যথা অনুভব করছিলেন ও’রুর্ক। তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।


প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৩ এবং দ্বিতীয় ইনিংসে ১০ ওভার বোলিং করেছেন তিনি। যেখানে দ্বিতীয় ইনিংসে ২৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন ও’রুর্ক। নিউজিল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে এবং ১২ টি-টোয়েন্টি খেললেও টেস্ট খেলা হয়নি লিস্টারের। বছরখানেক আগে পাকিস্তানে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাঁহাতি এই পেসার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball