স্মিথের চোটে প্রথমবার নিউজিল্যান্ডের টেস্ট দলে ফকস

ছবি: ফাইল ছবি

বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করার সময় পেটের পীড়া অনুভব করেন স্মিথ। ইনিংসের ৯৩তম ওভারের সময় রিটায়ার্ট হার্ট হয়ে মাঠ ছাড়েন। ওই সময় ৭৯ বলে ২২ রানে ব্যাটিং করছিলেন তিনি। পরে আর মাঠে ফেরেননি স্মিথ। পরবর্তীতে এমআরআই করানো হলে জানা যায় কিউই পেস বোলিং অলরাউন্ডারের সেরে উঠতে দুই কিংবা চার সপ্তাহ সময় লাগবে।
ফকসের ‘৯ উইকেটে’ নিউজিল্যান্ডের ৩৫৯ রানের জয়
৯ আগস্ট ২৫
প্রথম ইনিংসে ১৪৯ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। সেই ইনিংসে ২০ রানে ৩ উইকেট নিয়েছিলেন স্মিথ। তাঁর বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার ফকস। এখন পর্যন্ত ১৩ টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে খেলেছেন। জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকাকে নিয়ে আয়োজিত সবশেষ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ছিলেন ফকস। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে কিউইরা।

১৯ প্রথম শ্রেণির ম্যাচে ৫৭ উইকেট নেয়ার পাশাপাশি ৫৪৪ রান করেছেন তিনি। ফকসের পাশাপাশি বেন লিস্টারকেও স্কোয়াডে যুক্ত করা হয়েছে। উইলিয়াম ও’রুর্কের ব্যাকআপ হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে বাঁহাতি এই পেসারকে। প্রথম টেস্টের তৃতীয় দিনের সময় কোমড়ে ব্যথা অনুভব করছিলেন ও’রুর্ক। তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৩ এবং দ্বিতীয় ইনিংসে ১০ ওভার বোলিং করেছেন তিনি। যেখানে দ্বিতীয় ইনিংসে ২৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন ও’রুর্ক। নিউজিল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে এবং ১২ টি-টোয়েন্টি খেললেও টেস্ট খেলা হয়নি লিস্টারের। বছরখানেক আগে পাকিস্তানে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাঁহাতি এই পেসার।