উপমহাদেশে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দলে ফিরেছেন তিনি। চোট কাটিয়ে ফিরেছেন জেমিসনও, যিনি দলের পেস আক্রমণে বাড়তি শক্তি যোগ করবেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত এই দলে নেই কেন উইলিয়ামসন। সিরিজ ঘোষণার আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাবেক এই অধিনায়ক। ফলে প্রতি সিরিজে তাকে নিয়ে টানাপোড়েনের অবসান ঘটেছে নির্বাচকদের জন্য।
স্কোয়াডে জায়গা পেয়েছেন এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা নাথান স্মিথও। দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই ভালো সূচনা করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। নির্বাচকরা জানিয়েছেন, তাঁর অলরাউন্ড দক্ষতা দলকে ভারসাম্য এনে দিতে পারে, বিশেষ করে ঘন ঘন ইনজুরিতে ভোগা পেস আক্রমণের মাঝে।
জেমিসন সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন, কিন্তু চোটের কারণে ওয়ানডে সিরিজে মাঠে নামতে পারেননি। চোটে আক্রান্ত ক্যারিয়ারে একাধিকবার বাইরে থাকতে হলেও এবার দ্রুতই ফিরতে পেরেছেন তিনি।
দলের বেশ কয়েকজন পেসার এখনো ইনজুরির কারণে অনুপস্থিত। তালিকায় রয়েছেন ম্যাট হেনরি, লকি ফার্গুসন, উইল ও’রুর্কি, অ্যাডাম মিলনে, গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন ও বেন সিয়ার্স। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ দল ইতোমধ্যে রওনা দিয়েছে নিউজিল্যান্ডের পথে।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, টিম সেইফার্ট, নাথান স্মিথ, ইশ সোধি।