ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল

ছবি: ভারতের টেস্ট জার্সিতে শুভমান গিল

রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেয়ার পর ধারণা করা হচ্ছিল জসপ্রিত বুমরাহকে অধিনায়ক করা হতে পারে। সেই সঙ্গে নাম শোনা যাচ্ছিল ঋষভ পান্তেরও। তবে তাদেরকে টপকে ভারতের অধিনায়ক হয়েছেন গিল। সর্বশেষ বোর্ডার গাভাস্কার সিরিজেও ভারতের সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন বুমরাহ।
ম্যাচ শেষ করার তৃপ্তি পেয়ে খুশি ওপেনার সুদর্শন
১৯ মে ২৫
রোহিতের অবর্তমানে তাকে একটি ম্যাচে নেতৃত্বও দিতে দেখা গিয়েছিল। শনিবার মুম্বাইয়ের বিসিসিআই কার্যালয়ে নির্বাচনী বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার গিলকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করার কথা জানান। সেই সঙ্গে তার সহকারী করা হয়েছে পান্তকে।
গিলকে অধিনায়ক করার কারণ ব্যাখ্যা করে আগারকার বলেন, 'আপনি যে কোনো অপশন নিয়েই আলোচনা করতে পারেন। গত এক বছর ধরে আমরা শুভমানকে দেখেছি। ড্রেসিং রুম থেকেও ফিডব্যাক নিয়েছি। আমরা আশাবাদী যে আমরা সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছি।'

ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি
৩ ঘন্টা আগে
ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উপরের সারির দলগুলোর মধ্যে একটি। দুবার ফাইনাল খেললেও শিরোপা ধরা দেয়নি তাদের হাতে। এবার গিলের হাত ধরে সাফল্য পেতে চায় ভারত। এ কারণেই সিরিজ বাই সিরিজ হিসেবে কোনো অধিনায়ক বাছেননি নির্বাচকরা।
আগারকার যোগ করেন, 'আপনি এক বা দুটি সফরের জন্য অধিনায়ক বাছাই করতে পারবেন না। গত এক বা দু’বছরে আমরা (গিলের মধ্যে) কিছু উন্নতি দেখেছি। ইংল্যান্ডে পাঁচটি টেস্ট যতটা কঠিন হতে পারে (ধারণা করছি) ততটাই হবে; তাকে হয়তো কাজের মধ্যেই শিখতে হবে। তবে আমরা খুব আত্মবিশ্বাসী।'
বুমরাহকে অধিনায়ক না করার কারণ ব্যাখ্যা করে আগারগার আরও বলেন, 'বুমরাহ অস্ট্রেলিয়ায় সহ-অধিনায়ক ছিলেন, কিন্তু যেহেতু তিনি পাঁচটি টেস্টের সবগুলোতেই খেলেননি, আমরা চাইছিলাম তিনি ফিট থাকুক। আমরা চাই তিনি যেভাবে বোলিং করেন, সেভাবেই করুক, ওনার উপর অতিরিক্ত চাপ না পড়ুক। আমরা তার সঙ্গে কথা বলেছি এবং তিনি এতে রাজি আছেন। এটি তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং একজন খেলোয়াড় হিসেবে তাকে ফিট রাখার বিষয়ে ছিল।'
গিল এর আগে কখনও টেস্ট বা ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেননি। তবে তিনি পাঁচটি টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন, সবগুলোই ২০২৪ সালের মাঝামাঝি জিম্বাবুয়ে সফরে। প্রথম শ্রেনির বেশ কয়েকজন ক্রিকেটার অনুপস্থিত থাকায় সেই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।