উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল

ছবি: অনুশীলনে কেন উইলিয়ামসন

জো রুট এখন আর নিয়মিত সীমিত ওভারের ক্রিকেট খেলেন না। উইলিয়ামসনও বেছে বেছে আন্তর্জাতিক ম্যাচ কিংবা সিরিজগুলো খেলছেন। তাদের অবর্তমানে কারা হতে যাচ্ছেন ক্রিকেটের নতুন ফ্যাব ফোর? এই প্রশ্ন চারদিকেই ঘুরপাক খায়। এবার উইলিয়ামসন ফ্যাব ফোর নয় ভবিষ্যৎ ফ্যাব ফাইভের নাম জানিয়েছেন।
আইপিএলে ধারাভাষ্য দেবেন দল না পাওয়া উইলিয়ামসন
২২ মার্চ ২৫
যেখানে তিনি ২ ভারতীয় তরুণ ব্যাটার শুভমান গিল, ইয়াসভি জয়সাওয়াল, ইংল্যান্ডের হ্যারি ব্রুক, অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের সঙ্গে নিজ দেশের রাচিন রবীন্দ্রকে রেখেছেন। উইলিয়ামসন মনে করেন এই পাঁচ ক্রিকেটারই পরবর্তীতে বিশ্ব ক্রিকেট শাসন করবেন।

সম্প্রতি ভারতে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ফ্যাব ফাইভের কথা বলতে গিয়ে উইলিয়ামসন জানিয়েছেন, 'যেসব খেলোয়াড়ের নাম আমার মনে আসে তারা হলেন— ইয়াসভি জয়সাওয়াল (ভারত), শুভমান গিল (ভারত), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড) এবং অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন।'
সেই অনুষ্ঠানেই উইলিয়ামসনকে বলা হয়েছিল অন্য কোনো খেলোয়াড়ের একটি শট নেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে কোন ক্রিকেটারের কোন শটই বেছে নেবেন? কিউই এই ক্রিকেটার বিরাট কোহলির লেগ সাইডে করা ফ্লিক শট বেছে নেন। এ ছাড়া নিজের আদর্শ হিসেবে শচিন টেন্ডুলকারের নাম স্মরণ করেছেন উইলিয়ামসন।
ভারতীয় এই ক্রিকেট গ্রেটের কথা স্মরণ করে উইলিয়ামসন বলেন, 'আমার ক্রিকেটিং আইডল ছিলেন এমন একজন, যিনি এই ময়দানেই (মাঠ) খেলেছেন। শচিন টেন্ডুলকার, তিনি একজন লিজেন্ড। এখনও মাঝে মাঝে তাকে খেলতে দেখি (লিজেন্ডস লিগে)।'