বিপিএলে পুরো পারিশ্রমিক পেয়েছি, বোনাসও পেয়েছি: খুশদিল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতি আসরেই পারিশ্রমিক নিয়ে বিতর্ক হয়। প্রতিবারই কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের প্রাপ্য অর্থ দিতে ব্যর্থ হয়। যদিও কয়েক আসর বিপিএলে খেলে পারিশ্রমিক না পাওয়ার অভিজ্ঞতা হয়নি খুশদিল শাহের। প্রতিবারই পারিশ্রমিক পেয়েছেন তিনি, পেয়েছেন বোনাসও!