অস্ট্রেলিয়ার নতুন পেস বোলিং কোচ গ্রিফিথ
ছবি: আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কাজ করেছেন অ্যাডাম গ্রিফিথ
পেসারদের নিয়ে কাজ করতে অস্ট্রেলিয়া ভিত্তিক কোচের জন্য সবশেষ অক্টোবরে বিজ্ঞাপন দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জাতীয় দলে খেলা পেসারদের দেখভালের সঙ্গে চোটে পড়া পেসার এবং ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন প্রোগ্রামে কাজ করতে হবে তাকে। এমন দায়িত্বের জন্য ৪৬ বছর বয়সী গ্রিফিথকে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। ভরপুর অভিজ্ঞতা নিয়ে অজিদের পেস বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন তিনি।
শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দলে রমেশ মেন্ডিস
১ ঘন্টা আগেপ্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং বর্তমান বোলিং কোচ ড্যানিয়েল ভেটরি জাতীয় দলের সঙ্গে বিদেশি সফর করতে থাকবেন। তবে ভেটরি যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করাতে যাবেন তখন তাঁর জায়গা পূরণ করবেন গ্রিফিথ। বর্তমানে সিএ’র জাতীয় দলের প্রধান বেন ওলিভারের কাছে রিপোর্ট করবেন তিনি। যার সঙ্গে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে কাজ করেছিলেন নতুন এই পেস বোলিং কোচ।
গ্রিফিথের পেস বোলিং কোচ হওয়া নিয়ে প্রধান কোচ ম্যাকডোনাল্ড বলেন, ‘আমি খুবই খুশি যে অ্যাডাম বিশাল অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলিয়ার পেস বোলিং কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছে। যা আমাদের কোচিং সেটআপের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের পেস বোলারদের জন্য অ্যাডামের সব সংস্করণের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’
বর্তমানে ক্রিস রজার্সের অধীনে ভিক্টোরিয়ার বোলিং কোচ হিসেবে কাজ করছেন গ্রিফিথ। শেফিল্ড শিল্ড এবং ডিন জোন্সে ট্রফিতে দুইয়ে থাকা ভিক্টোরিয়ার সঙ্গে চলমান মৌসুম শেষ করবেন তিনি। পরবর্তীতে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেবেন তাসমানিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা গ্রিফিথ। তিনি এমন এক সময়ে দায়িত্ব পেলেন যখন প্যাট কামিন্স, জশ হেজেলউড এবং মিচেল স্টার্ক শেষের পথে হাঁটছেন।
তাদের সবার বয়স ৩০ পেরিয়ে যাওয়ায় এক সঙ্গে তিন সংস্করণে খেলা চালিয়ে যাওয়া কঠিন। এমন অবস্থায় ব্রিসবেনে অবস্থিতি সিএ’র সেন্টার অব এক্সিলেন্সে কাজ করে ভবিষ্যতে পেসারদের জন্য পরিকল্পনা সাজাবেন। এ ছাড়া জাতীয় দলের জন্য পেসার প্রস্তুতিতেও কাজ করবেন তিনি। বিভিন্ন রাজ্যে পেস বোলিং কোজ তৈরি এবং বোলিং প্রোগ্রামের সমন্বয়ক হিসেবে কাজ করবেন। এ ছাড়া অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গেও বিভিন্ন সময়ে দেখা যেতে পারে তাকে।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কাজ করার পাশাপাশি লম্বা সময় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি বেঙ্গালুরুর বোলিং ও সহকারী কোচ ছিলেন গ্রিফিথ। মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরে সান ফ্র্যান্সিকো ইউকর্নের হয়েও কাজ করেছেন তিনি। এমনকি অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ২০১২, ২০১৬ দ্বিপাক্ষিক সিরিজ এবং ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে কাজ করেছেন গ্রিফিথ। প্রায় ছয় বছর পর আবারও অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচিংয়ে যুক্ত হলেন তিনি।