বাংলাদেশ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা
ছবি: সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিগার সুলতানা জ্যোতি (বামে) ও হেইলি ম্যাথিউস (ডানে)
হাঁটুর চোট থেকে সেরে উঠতে না পারায় বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যের দলে নেই স্টেফানি টেলর। সাম্প্রতিক সময়ে তাসমানিয়াতে ভালো করার স্কোয়াডে ডেকে নেয়া হয়েছে জেনিলিয়া গ্লাসগো এবং চেরি আন ফ্রেজারকে। আইসিসির টুর্নামেন্টে খেললেও এবারই প্রথম বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
লিটন-সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
১২ জানুয়ারি ২৫বছর তিনেক আগে ২০২২ সালে নিউজিল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলেছিল ক্যারিবীয়রা। বৈশ্বিক টুর্নামেন্ট পাঁচবারের দেখায় সবকটিতেই জয় পেয়েছেন ম্যাথিউসরা। যেখানে চারটি ম্যাচ জিতেছে টি-টোয়েন্টিতে। ২০২৫ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে সিরিজ জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। বাংলাদেশের ক্ষেত্রেও কাজটা একই।
সবশেষ ওয়ানডে সিরিজে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ তাতে খানিকটা সুগম হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের জন্য। তবে এখনও যদি কিন্তুর হিসেব মেলাতে হবে বাংলাদেশের মেয়েদের।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে ১৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। দুই দলের ওয়ানডে সিরিজটি ওমেন্স চ্যাম্পিয়নসশিপের অংশ। ২০২৫ ভারত বিশ্বকাপে খেলতে হলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা হওয়ায় কাজটা একেবারেই সহজ হবে না তাদের জন্য।
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও জাঙ্গু
২৪ ডিসেম্বর ২৪এমন সমীকরণের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১৯ জানুয়ারি। নিগার সুলতানা, নাহিদা আক্তাররা পরের দুটি ম্যাচ খেলবে ২১ এবং ২৪ জানুয়ারি। এরপর ২৭, ২৯ এবং ৩১ জানুয়ারি হবে তিনটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে।
ওয়েস্ট ইন্ডিজ- হেইলি ম্যাথিউস (অধিনায়ক), শেমেইন ক্যাম্পবেল, আলিয়াহ অ্যালিনে, নেরিসা ক্রাফ্টন, দিয়ান্দ্রা ডটিন, আফি ফ্লেচার, চেরি আন ফ্রেজার, শাবিকা গাজনাবি, জেনিলিয়া গ্লাসগো, শিনেলে হেনরি, জাইদা জেমস, কিয়ানা জোসেফ, ম্যান্ডি ম্যাংগ্রু, আশমিনি মুনিসার এবং কারিশমা রামহারেক।