একসঙ্গে মাঠে নামছেন গেইল-ক্যালিস-ওয়াটসনরা

লিজেন্ডস প্রো টি-টোয়েন্টি লিগ
একসঙ্গে মাঠে নামছেন গেইল-ক্যালিস-ওয়াটসনরা
ক্রিস গেইল, জ্যাক ক্যালিস ও শেন ওয়াটসন
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আবারও মাঠে নামতে চলেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল, সাউথ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক কালিস আর অস্ট্রেলিয়ার সাবেক তারকা শেন ওয়াটসন। তাদের নিয়েই মাঠে গড়াচ্ছে প্রথমবারের মতো লিজেন্ডস প্রো টি-টোয়েন্টি লিগ। ভারতের গোয়াতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

আগামী বছরের ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। এই টুর্নামেন্টের ভেন্যু করা হয়েছে ১৯১৯ স্পোর্টজ ক্রিকেট স্টেডিয়ামকে। পুরো টুর্নামেন্টই হবে গোয়াতে। ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে সাজানো এই লিগে খেলবেন ৯০ জন সাবেক ক্রিকেট।

ইতোমধ্যেই অনেক নামকরা সাবেক ক্রিকেটার অংশগ্রহণ নিশ্চিত করেছেন। এর মধ্যে রয়েছেন শিখর ধাওয়ান, হরভজন সিং, ডেল স্টেইন, শন মার্শ, অমিত মিশ্র, বিনয় কুমার, মন্টি পানেসার, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ডুর মতো ক্রিকেটার। সঙ্গে আছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার স্টুয়ার্ট বিনিও।

এই টুর্নামেন্টের লিগ কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাইকেল ক্লার্ককে। দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত সাবেক এই ক্রিকেটার। তিনি নিজের অনুভূতি জানিয়ে বলেছেন, 'ভারত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট উন্মাদনার জায়গাগুলোর একটি, আর এখানকার আবেগ আমার কাছে সবসময়ই বিশেষ।'

ক্লার্ক যোগ করেন, 'পুরোনো বন্ধু আর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আবার একসঙ্গে হওয়া, সেই আবহে ফিরে যাওয়া—সব মিলিয়ে এই লিগকে সত্যিই অনন্য করে তুলেছে। গোয়ায় ভক্তরা আবার স্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করবেন—এটা ভেবেই আমি উত্তেজিত।'

গেইলও মুখিয়ে আছেন এই টুর্নামেন্টে মাঠে নামতে। তিনি বলেন, 'আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ক্রিকেটারদের সঙ্গে। ক্যালিসের বিরুদ্ধে লড়াই করা মানেই ছিল এক যুদ্ধ, উথাপ্পার সঙ্গে ব্যাটিং নিয়ে কত আলাপ, আর রায়ুডুর মজার কথার হিসাবই রাখা যায় না! ধাওয়ান বা ওয়াটসনের নাম দেখলেই যেন সেই দিনগুলোর কথা মনে পড়ে—রসিকতা, প্রতিযোগিতা, সম্মান কী ছিল না সেখানে। লিজেন্ডস প্রো টি–টোয়েন্টি আমাদের সেই সুযোগটাই ফিরিয়ে দিচ্ছে।'

আরো পড়ুন: লিজেন্ডস প্রো টি-টোয়েন্টি লিগ