টি-টেন লিগে সাকিব-নাহিদ-সাইফদের কার খেলা কবে
আবু ধাবি টি-টেন লিগে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে নেয় রয়্যাল চ্যাম্পস। বাংলাদেশের আরও দুই ক্রিকেটার দল পেয়েছেন ড্রাফট থেকে। অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে সাইফ হাসান এবং পেসার নাহিদ রানা খেলবেন ভিস্তা রাইডার্সের হয়ে। আগামী ১৮ নভেম্বর পর্দা উঠছে আবুধাবি টি-টেন লিগের আগামী আসরের। ৮ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৩০ নভেম্বর।