প্রথম ম্যাচেই হারল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
আবুধাবি টি-টেনের প্রথম আসরের পর্দা উঠেছে মঙ্গলবার। প্রথম দিনই হারের মুখ দেখেছে তাসকিন আহমেদের নর্দান ওয়ারিয়র্স। তারা কোয়েটা কাভালরির কাছে রানের ব্যবধানে হেরেছে। আগে ব্যাট করে খাজা নাফের ঝড়ো ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৩৪ রানের পুঁজি পেয়েছিল কোয়েটা।