আমি নির্বাচক হলে বুমরাহকে আইপিএল খেলতে দিতাম না: ভেংসরকার

ছবি: ফাইল ছবি

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাওয়া চোটে ছিটকে যাওয়া জসপ্রিত বুমরাহ মাঠে ফেরেন আইপিএল। দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে ইংল্যান্ড সফরে যান ডানহাতি এই পেসার। ছন্দে থাকলেও ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের’ ভাবনায় ইংল্যান্ড সফরে তিনটির বেশি টেস্ট খেলায়নি ভারত। দিলীপ ভেংসরকার জানান, তিনি নির্বাচক হলে ইংল্যান্ডের বিপক্ষে সব টেস্ট খেলাতে আইপিএলে তাকে বিশ্রামে রাখতেন তিনি।
‘আমাদের সবার চেয়ে সেরা বুমরাহ’, বলেছিলেন ওয়াকার
১০ আগস্ট ২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজে ভারতের হয়ে একাই লড়াই করেছিলেন বুমরাহ। পাঁচ টেস্টে ১৩.০৬ গড়ে ৩১ বছর বয়সি পেসার উইকেট নিয়েছিলেন ৩২টি। ভারতীয় বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় এক সিরিজের যা সর্বোচ্চ। টানা খেলার কারণে শেষ টেস্টে এসে চোটে পড়েন তিনি। পিঠের সমস্যায় সিডনি টেস্টের শেষ ইনিংসে বোলিং করতে পারেননি ভারতের এই পেসার। একই সমস্যায় প্রায়শই ভুগতে হয় তাকে।
পিঠের চোটের কারণে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়নি বুমরাহর। এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে শুরুর দিকের বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন তিনি। সেরা পারফরম্যান্সের আশায় বুমরাহকে ফিট রাখতেই ইংল্যান্ডে তিন টেস্ট খেলানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের তুলনায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেশি প্রাধান্য দিচ্ছেন ক্রিকেটাররা। ইংল্যান্ডে সব টেস্ট না খেলে আইপিএলে খেলা যেন সেটার আরেকটি প্রমাণ।

‘সিরাজের খাদ্যাভাস অনুসরণ করা উচিত স্টোকস-ওকসদের’
৩ ঘন্টা আগে
ইংল্যান্ডের মতো সফরে জিততে হলে বুমরাহর মতো পেসারকে পুরোপুরি ফিট দরকার ছিল ভারতের। অথচ শেষ টেস্টে খেলানোর পরিকল্পনা করলেও পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে একাদশে রাখা হয়নি। ভেংসরকার জানান, তিনি যদি নির্বাচক হতে তাহলে বুমরাহকে আইপিএলের সময় বিশ্রাম দিতেন। এমনকি মুম্বাইয়ের কর্ণধার মুকেশ আম্বানিকেও অনুরোধ করতেন ভারতের সাবেক অধিনায়ক ও নির্বাচক।
এ প্রসঙ্গে ভেংসরকার বলেন, ‘ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের গুরুত্ব আর ওর নাজুক পিঠের কথা ভেবে বিসিসিআই, নির্বাচক আর টিম ম্যানেজমেন্টের উচিত ছিল বুমরাহকে এবছরের আইপিএলে না খেলতে বলা। এই ঐতিহাসিক সিরিজের জন্য আমাদের দরকার ছিল একদম ফিট, সতেজ বুমরাহ। আমি যদি প্রধান নির্বাচক হতাম, মুকেশ আম্বানিকে (মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক) আর বুমরাহকে বোঝাতাম—ইংল্যান্ড সিরিজের জন্য আইপিএল বাদ দেওয়া বা কম ম্যাচ খেলা দরকার। আমি নিশ্চিত, ওরা রাজি হয়ে যেতো।’
পিঠের চোট কাটিয়ে ফিরতে অস্ত্রোপচার করিয়েছিলেন বুমরাহ। ভবিষ্যতে চোটে পড়ার ঝুঁকি থাকায় তারকা পেসারকে নিয়ে সাবধানী টিম ম্যানেজমেন্ট। পুরনো চোট বাগড়া দেয়ার সম্ভাবনা থাকায় বেছে বেছে ম্যাচ খেলায় বুমরাহকে দোষ দিতে নারাজ ভেংসরকার। সেই সঙ্গে দেশের প্রতি বুমরাহর কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলার পক্ষে নন ভারতের সাবেক অধিনায়ক ও নির্বাচক। ভেংসরকারের বিশ্বাস, বুমরাহ পুরোপুরি ফিট হয়ে ফিরবেন।
তিনি বলেন, ‘মাঝেমধ্যে ম্যাচ মিস করায় ওকে দোষ দেয়া যায় না। মনে রাখতে হবে, ও পিঠের অস্ত্রোপচার করিয়েছে, পিঠটা এখনো ঝুঁকিপূর্ণ। ওকে সাবধানে ব্যবহার করতে হবে। দেশের জন্য ওর কমিটমেন্ট নিয়ে প্রশ্ন নেই—ভারতের হয়ে খেললে সবটুকুই উজাড় করে দেয়। আমি আশা করি ও পুরোপুরি ফিট হয়ে দলে ফিরবে।’