বিশ্বকাপের পর নিজের ভাগ্য নির্ধারণ করবেন নিশাম
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বল্প প্রস্তুতি নিয়ে খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। এর খেসারৎও দিতে হয়েছিল তাদের। তবে আগামী বিশ্বকাপে নিউজিল্যান্ড এমন ভুল করতে চায় না। আগামী ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেবে কিউইরা।