সোহানকে পুরো কৃতিত্ব দিতে চান তামিম
ছবি: রংপুরকে জিতিয়ে নুরুল হাসান সোহানের বাঁধভাঙা উল্লাস, ক্রিকফ্রেঞ্জি
যদিও শেষ তিন বলে ১২ রানের সমীকরণ মেলাতে হতো রংপুরকে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ফুলার লেংথ ডেলিভারিতে ছক্কা মেরেছেন তিনি। পরের দুই বলে চার ও ছক্কা মেরে ২০১৭ সালের চ্যাম্পিয়নদের অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। শেষ ওভারে যেখানে ২৬ রান প্রয়োজন ছিল সেখানে ৬ বলে ৩০ রান করেছেন রংপুরের অধিনায়ক। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে।
সোহানের এমন ব্যাটিংয়ে ১৯৮ রান তাড়া করে ম্যাচ জিতে নিয়েছে রংপুর। ম্যাচ হারলেও সোহানের এমন ব্যাটিংয়ের প্রশংসা করেছেন তামিম ইকবাল। ফরচুন বরিশালের অধিনায়ক মনে করেন, যেকোনো বোলারের বিপক্ষেই ২৬ রান করা সহজ ব্যাপার না। এমন অসাধ্য সাধনের জন্য পুরো কৃতিত্ব সোহানকে দিচ্ছেন তিনি।
ম্যাচ শেষে তামিম বলেন, ‘অবশ্যই, দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। দুর্ভাগ্যক্রমে আমরা জিততে পারিনি। নুরুল হাসান সোহানকে অনেক বেশি কৃতিত্ব দিতে হবে। আমার মনে হয় সে যেভাবে ব্যাটিং করেছে সেটা অবিশ্বাস্য। শেষ ওভারে ২৬ রান প্রয়োজন, যেকোনো বোলারই বোলিং করুক না কেন এটা সহজ না। সোহানকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে।’
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে বরিশাল। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে তামিম ৪০, নাজমুল হোসেন শান্ত ৪১, তাওহীদ ২৩, ফাহিম আশরাফ ২০ এবং মেয়ার্স অপরাজিত ছিলেন ২৯ বলে ৬১ রানের ইনিংস খেলে। তামিম মনে করেন, ম্যাচ জেতার জন্য যথেষ্ট রান করেছিল বরিশাল।
তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা ব্যাটিংয়ে ঠিকঠাক করেছিলাম। প্রথম ২-৩ ওভার একটু ভালো হয়নি, আমি খানিকটা ধুঁকছিলাম। শান্ত এবং মেয়ার্স যেভাবে ব্যাটিং করেছে আমার মনে হয় খুব ভালো ব্যাটিং করেছে। এই উইকেটে আমাদের রান ঠিক ছিল। তারা খুবই ভালো ব্যাটিং করেছে। কৃতিত্বটা তাদের দিতেই হবে।’
এমন ম্যাচ টুর্নামেন্টের মান বাড়ায় জানিয়ে তামিম বলেন, ‘আমার মনে হয় এমন ম্যাচই টুর্নামেন্টের মান বাড়ায়। আমি কষ্ট পেয়েছি। আবার আমি খুশি যে খুব ভালো টুর্নামেন্ট হচ্ছে। গ্রাউন্ডস ম্যানদের কৃতিত্ব দেয়ার আছে। তারা যেভাবে উইকেট তৈরি করেছে, এখন পর্যন্ত উইকেট খুবই ভালো।’