সোহানের পায়ে প্লাস্টার, করানো হচ্ছে এমআরআই
বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা আশাজাগানিয়া হলেও পরবর্তীতে আবারও পুরনো ছন্দে ফেরে বাংলাদেশ। ইনিংসের শেষের দিকে ‘প্রত্যাশিতভাবেই’ ধস নামে। আবারও ব্যাটিং ব্যর্থতার কবলে পড়ে তৃতীয় টি-টোয়েন্টিতেও হারে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার ম্যাচে চোটে পড়েছেন নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম। আপাতত দুজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের পর্যবেক্ষণে আছেন।