রংপুর ফাইনাল খেলার জন্যই দল করে: সোহান
বিপিএলে নিলামের আগেই নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি চুক্তি করে রংপুর রাইডার্স। নিলাম থেকে লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটারদের দলে টানে ফ্র্যাঞ্চাইজি। বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রেও তারার মেলা বসিয়েছে রংপুর। খাওয়াজা নাফের পাশাপাশি সুফিয়ান মুকিমের সঙ্গে চুক্তি করে তারা।