promotional_ad

‘রিজিকে ছিল না তাই বিগ ব্যাশ খেলা হয়নি’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বরিশালের হয়ে ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানের। মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে অস্ট্রেলিয়ার টুর্নামেন্টে খেলেছেন বদলি হিসেবে। ফলে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশের ড্রাফট থেকে দল পেয়েছিলেন রিশাদ হোসেন। তরুণ এই লেগ স্পিনারকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। দল পেলেও খেলতে পারবেন কিনা সেই শঙ্কা ছিল তখন থেকেই।

promotional_ad

১৫ ডিসেম্বর থেকে মাঠে গড়ায় বিগ ব্যাশের এবারের আসর। অন্য দিকে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয় ২০ ডিসেম্বর। এ ছাড়া ৩০ ডিসেম্বর থেকে বিপিএল শুরুর কথা থাকায় রিশাদের কাছে খুব বেশি সময় ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে বেশ কিছুদিনের অনাপত্তি পত্র পাওয়ার কথা থাকলেও সেটা হয়ে উঠেনি। 


বিপিএলের ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছে ফরচুন বরিশালও। দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের এবারের মৌসুমকে সামনে রেখে ২৭ ডিসেম্বর অনুশীলনে নামে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যান্য ক্রিকেটারের মতো রিশাদকেও একই দিনে অনুশীলনে যোগ দিতে হতো বরিশালের হয়ে। ফলে এক কিংবা দুটোর বেশি ম্যাচ বিগ ব্যাশে খেলার সুযোগ ছিল রিশাদের হাতে। 


এমন অবস্থায় বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের সঙ্গে আলোচনা করে চুক্তি বাতিল করে হোবার্ট। দলটির ‘হেড অব স্ট্র্যাটেজি’ হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। ফলে নিশ্চিতভাবেই পন্টিংয়ের সঙ্গে কাজ করার সুযোগ হাত ছাড়া হয়েছে রিশাদের। যদিও বিগ ব্যাশ খেলতে না পারলেও আক্ষেপ নেই তাঁর।


promotional_ad

এ প্রসঙ্গে রিশাদ বলেন, ‘আমি আগেই বলেছি আমি কোন কিছু নিয়ে আক্ষেপ করি না। বর্তমানে যেটা থাকে আমি সেটা নিয়েই কাজ করতে চাই। বিপিএল চলছে আমি এখন বিপিএল নিয়েই চিন্তা করছি। বিগ ব্যাশ হয় নাই রিজিকে ছিল না, পরবর্তী সময়ে হবে ইনশাআল্লাহ।’


বিপিএলের জন্য বিগ ব্যাশে না যাওয়া রিশাদ খেলার সুযোগ পাননি বরিশালের হয়ে প্রথম দুই ম্যাচে। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষে প্রধান কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছিলেন, দলের সমন্বয়ের জন্য একাদশে সুযোগ হচ্ছে না রিশাদের। তবে তরুণ এই লেগ স্পিনারকে খেলানোর আশা দিয়ে রেখেছিলেন তিনি। পরের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষেই খেলা হয় তাকে। 


রাজশাহীর ম্যাচে ৩ ওভারে ২৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন রিশাদ। তবে পরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ছন্দে ফেরেন তিনি। ৪ ওভারে ১৫ রান দিয়ে এক মেডেনসহ নিয়েছেন ৩ উইকেট। প্রথম দুই ম্যাচে ডাগ আউটে বসে থাকলেও খারাপ লাগা নেই রিশাদের। তরুণ এই লেগ স্পিনারও মনে করেন, দলের সমন্বয়ের জন্যই একাদশের বাইরে ছিলেন। তিনি বলেন, ‘দলের সমন্বয়ের কারণেই বাইরে ছিলাম। আমার ওতটা আনকমফোর্টেবল লাগে নাই। ভাবছি দলের জন্য যা দরকার তাই হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball