লাল বলের ক্রিকেটেও নাহিদের একই এনার্জি ‘চান’ শাহীন আফ্রিদি
ছবি: নাহিদ রানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন শাহীন শাহ আফ্রিদি, ভিডিও থেকে
শাহীন আফ্রিদিও দেখে এগিয়ে এলেন এবং নাহিদের সঙ্গে ফিস্ট বাম্প করলেন। শুধু তাই নয় ক্ষণিকের জন্য নাহিদের মাথায় হাতও বুলিয়ে দিলেন শাহীন আফ্রিদি। বাংলাদেশের পেসারকে মনে ধরেছে সেটাই যেন প্রকাশ করলেন তিনি। এমন ছবি দেখে খুশি হয়েছেন বাংলাদেশের সমর্থকরা। এবার সংবাদ সম্মেলনে এসে নাহিদের প্রশংসা করেছেন বাঁহাতি এই পেসার। নাহিদের পাশাপাশি বাংলাদেশের বোলিং অ্যাটাকের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
সাম্প্রতিক সময়ে বল হাতে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের পেসাররা। তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদরা নিজেদের পুরোটা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পেসারদের দাপুটে পারফরম্যান্সেই পাকিস্তানে টেস্ট সিরিজ জয় সহজ হয়েছে টাইগারদের। শাহীন তাই মনে রেখেছেন সবাইকে। এমনকি চোটের কারণে বছর দেড়েক মাঠের বাইরে থাকা ইবাদতও উঠে এসেছে পাকিস্তানের পেসারের কথায়। যদি বিপিএলে তারা খেলছেন একই দলে ফরচুন বরিশালের হয়ে।
বাংলাদেশের পেস বোলিং নিয়ে শাহীন আফ্রিদি বলেন, ‘আমি যেটা মনে করি তাদের (বাংলাদেশ) তাদের দারুণ একটা পেস বোলিং অ্যাটাক আছে। বিশেষ করে রানা খুবই দ্রুত গতির বোলিং করে। অবশ্যই, লঙ্গার ফরম্যাটের জন্য তাকে এই এনার্জি ধরে রাখতে হবে করতে হবে।’
‘সে যখন লাল বলের ক্রিকেট খেলবে তখন সে আরও ভালো হবে। তাসকিন বাংলাদেশের লিডিং বোলার, তানজিম হাসান নামেও একজন আছে, হাসান মাহমুদও আছে। তাদের দারুণ বোলিং লাইন আপ আছে। ইবাদত হোসেন আছে, দুর্ভাগ্যক্রমে সে ইনজুরিতে। সে এখন সেরে উঠছে।’
দুর্বার রাজশাহীর বিপক্ষে উদ্বোধনী দিনেই বিপিএলে অভিষেক হয় শাহীন আফ্রিদির। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ২৭ রান করলেও বোলিংয়ে সুবিধা করতে পারেননি। ৩৩ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন বাঁহাতি পেসার। পরের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষেও উইকেটের দেখা পাননি তিনি। অবশেষে নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে বিপিএলে উইকেটের খাতা খুলেছেন শাহীন আফ্রিদি।
দারুণ এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে ফিরিয়েছেন ইয়াসির আলী রাব্বিকে। পরবর্তীতে ৩৫ বলে ৩৯ রান করা এনামুল হক বিজয়কে বোল্ড করেছেন তিনি। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ২০ রান নিয়ে ২ উইকেট নিয়েছেন। তবে নতুন বলে প্রতিপক্ষের টপ অর্ডারকে গুঁড়িয়ে দেয়ার জন্য বিখ্যাত শাহীন আফ্রিদি এখন পর্যন্ত সেটা করে দেখাতে পারেননি।
যদিও এসব নিয়ে খুব বেশি ভাবছেন না তিনি। বরং ছোট মাঠ ও টি-টোয়েন্টির কথা বিবেচনায় রেখে আপাতত নিজের প্রক্রিয়ায় অটল থাকতে চান পাকিস্তানের এই পেসার। সেই সঙ্গে অতীত নিয়ে পড়ে না থাকতে চাওয়া শাহীন আফ্রিদি ভাবতে চান না ভবিষ্যত নিয়েও।
শাহীন আফ্রিদি বলেন, ‘সত্যি কথা বলতে আমার কোন চাপ নেই। অতীতে কী করেছি এসব আমি মনে রাখি না আর ভবিষ্যতে কী করব সেটাও ভাবি না। আমি সবসময় বর্তমান নিয়ে চিন্তা করি। আমি উইকেট নিতে পারছি নাকি নিতে পারছি না এসব আমার কাছে কোন ব্যাপার না। আমি একই প্রক্রিয়ায় আছি কিনা এটা গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট আপনার হাতে নেই। কারণ উইকেট ভালো এবং মাঠও ছোট। এমন অবস্থায় আপনাকে আপনার প্রক্রিয়ায় অনুসরণ করে যেতে হবে। আমিও একই কাজ করছি।’
বিপিএল কতটা উপভোগ করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সময়টা বেশ ভালোভাবে উপভোগ করছি। বাংলাদেশের মানুষ সবসময় ক্রিকেট ভালোভাবে। আপনি মাঠে এসে দেখবেন পুরো মাঠ ভর্তি এবং প্রত্যেকে আপনাকে সাপোর্ট করছে। এখন পর্যন্ত ভালো সময় কাটছে। তামিম ভাইয়ের সঙ্গেও সময়টা ভালো কাটছে।’