promotional_ad

রাজশাহীর বিপক্ষে খেলবেন চোট নিয়ে মাঠ ছাড়া মুশফিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রংপুর রাইডার্সের বিপক্ষে কিপিং করার সময় আঙুলে চোট পান মুশফিকুর রহিম, ক্রিকফ্রেঞ্জি
ইনিংসের দ্বিতীয় ওভারে ইকবাল হোসেন ইমনের লেগ স্টাম্পের বাইরের বলটা ঠিকঠাক হাতে আসেনি মুশফিকুর রহিম। তরুণ এই পেসারের সেই বলটি ধরতে গিয়ে বাঁ আঙুলে চোট পান ফরচুন বরিশালের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার। ফিজিও মাঠে এসে আঙুলের প্রাথমিক শুশ্রূষা করলেও কিপিং করা হয়নি মুশফিকের।

promotional_ad

তৎক্ষণাৎ মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান তিনি। ম্যাচের বাকি অংশে বরিশালের উইকেটের পেছনটা সামলেছেন তরুণ প্রীতম কুমার। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আঙুলের চোটে পড়েছেন মুশফিক। কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময় একই ধরনের চোটে পড়েছিলেন তিনি।


আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনীর ডগায় ব্যথা পেয়েছিলেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। যে কারণে সেই ম্যাচে সাতে নেমেছিলেন তিনি। চোট গুরুতর হওয়ায় আফগানদের সঙ্গে শেষ দুই ম্যাচ খেলা হয়নি মুশফিকের। 


promotional_ad

এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি তিনি। সবশেষ জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি দিয়ে আবারও মাঠে ফেরেন। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে অবশ্য মাঠের বাইরে থাকতে হচ্ছে না তাকে।


ম্যাচ শেষে দলটির প্রধান কোচ মিজানুর রহমান বাবুল নিশ্চিত করেছেন, ঠিক আছেন মুশফিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা তো জানেন ওর আঙুলে ইনজুরি আছে। কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে।’


প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মুশফিক। দুর্বার রাজশাহীর বিপক্ষে ১৫ রান করা এই ব্যাটার রংপুরের বিপক্ষে আউট হয়েছেন ১৩ রানে। তৃতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে তাঁর। ৬ জানুয়ারি সিলেটে রাজশাহীর বিপক্ষে খেলবে বরিশাল। সেই ম্যাচে তাকে পাওয়া নিয়ে মিজানুর বলেন, ‘হ্যাঁ, খেলবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball