কনসার্ট নয়, বিপিএলে পরিবর্তন চাইলে ক্রিকেটে বিনিয়োগ করুন: তামিম
ছবি: গণমাধ্যমে কথা বলছেন তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি
এ দিন বিপিএলের আয়োজন নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন ফরচুন বরিশাল দলপতি। বিপিএলের আগে জমকালো ফেস্ট আয়োজন করা হয়েছে। তামিম বিপিএলের আয়োজনে নতুন কিছু দেখছেন না। আগেও কনসার্ট আয়োজন করা হয়েছে।
তামিম বলেছেন, ‘এবারের বিপিএলে কনসার্ট করা ছাড়া অন্য কিছু তো দেখিনি। আর আমার কাছে মনে হয়, অন্য রকম বিপিএল যদি করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারব এটা নতুন কোনো বিপিএল।’
ঢাকায় মিউজিক ফেস্টে পাকিস্তানের কিংবদন্তি সংগীত শিল্পী রাহাত ফতেহ আলী খানের এক অনুষ্ঠানেই খরচ হয়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা। অথচ বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন দলের জন্য রাখা হয়েছিল ২ কোটি টাকার প্রাইজমানি।
তামিম সমালোচনা করে বলেছেন,‘কনসার্ট আগেও হয়েছে। এখনো হয়েছে। একটা অনুষ্ঠান হয়েছে। আমার দৃষ্টিকোণ থেকে বলতে বললে আমি এতটুকুই বলতে পারি, কনসার্ট নয়, বিপিএলে পরিবর্তন করতে চাইলে টুর্নামেন্টে বিনিয়োগ করুন। ক্রিকেটে বিনিয়োগ করুন।’
বিপিএলের ১১তম আসর শুরু হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। সাত দলের টুর্নামেন্ট শেষ হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি মার্চ। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ঢাকা—৪৬ ম্যাচের বিপিএল হবে চারটি পর্বে।