ফাইনালে নিউজিল্যান্ডকে সমর্থন দেবেন মিলার

চ্যাম্পিয়ন্স ট্রফি
ফাইনালে নিউজিল্যান্ডকে সমর্থন দেবেন মিলার
নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ডেভিড মিলার, আইসিসি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে সাউথ আফ্রিকা। ফাইনালে জায়গা করে নিতে না পারলেও ম্যাচের দিন নিউজিল্যান্ডের হয়ে গলা ফাটাবেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার।

আইপিএলের খেলার সুবাদে বছরে অন্তত দেড় মাস ভারতেই কাটাতে হয় মিলারকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাই ভারতকে তিনি সমর্থন করতেই পারতেন। তবে বেঁছে নিলেন ভারতের প্রতিপক্ষ দলকে।

কিউইদের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে মিলার বলেছেন, ‘সত্যি বলতে, আমার মনে হয় আমি নিউজিল্যান্ডকে সমর্থন করব। আশা করি, দারুণ এক ফাইনাল হবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সেমি ফাইনালে সেঞ্চুরি করেও সাউথ আফ্রিকাকে জেতাতে পারেননি মিলার। তিনি ৬৭ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। তবে প্রোটিয়ারা হেরে যায় ৫০ রানের ব্যবধানে। এ নিয়ে আইসিসির তিনটি টুর্নামেন্টে সেমি ফাইনাল থেকে দলের বিদায় দেখলেন মিলার।

২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেছিলেন মিলার। আর ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেই ১৮ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। আর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

আরো পড়ুন: ডেভিড মিলার