বাঁচা মরার ম্যাচে ২০০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
বাংলাদেশ দল, আইসিসি
বাংলাদেশ দল, আইসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। তবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত এই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এর আগে ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি বাঁচা মরার ম্যাচে রূপ নিয়েছে।

সুপার সিক্সে উঠতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারা যাবে না বাংলাদেশের। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১, যুক্তরাষ্ট্রেরও ১। তবে বাংলাদেশ রান রেটের হিসেবে এগিয়ে আছে যুক্তরাষ্ট্রের চেয়ে। বাংলাদেশের নেট রান রেট -০.৬২১, যুক্তরাষ্ট্রের -৩.১৪৪। দুই ম্যাচের দুটিই পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ডের পয়েন্ট ২।

এদিকে প্রথম দুই ম্যাচেই জয় পাওয়া ভারত উঠে গেছে সুপার সিক্সে। প্রতিটি গ্রুপ থেকে সুপার সিক্সে উঠবে ৩টি করে দল। এমন সমীকরণ নিয়েই যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। তারা ৬ রানের মধ্যেই হারায় দুই ব্যাটারকে। এরপর তৃতীয় উইকেটে দলের হাল ধরেন সাহিল গার্গ ও উৎকর্ষ শ্রীভাস্তাভা। এই জুটি থেকে আসে ৫১ রান। আর তাতেই ঘুরে দাঁড়ায় দলটি। সাহিল আউট হয়েছেন ৬০ বলে ৩৫ রান করে।

অন্যদিকে শ্রীভাস্তাভার ব্যাট থেকে আসে ৩৯ রান। এরপর দ্রুত গতিতে আরও কিছু উইকেট হারায় যুক্তরাষ্ট্র। অষ্টম উইকেটে আদনিত ঝাম্ব ও অদিত কাপ্পা মিলে যোগ করেন ৪৩ রান। একপ্রান্ত আগলে রেখে ৬৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন ঝাম্ব। নিচের দিকের আর কোনো ব্যাটার ভালো করতে না পারলে দুশ রানের আগেই থামতে হয়েছে যুক্তরাষ্ট্রকে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ইকবাল হোসেন ইমন। পাশাপাশি দুটি করে উইকেট নিয়েছেন আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন। এর ফলে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য দাঁড়ায়।

আরো পড়ুন: