এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার আবারও আইসিসির কাছে চিঠি লিখেছে বাংলাদেশ। আইসিসির কাছে অনুরোধ জানানো হয়েছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিটি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। আইসিসির কোনো সিদ্ধান্ত বা ইস্যু নিয়ে বিরোধ দেখা দিলে, স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটিই তা পর্যালোচনা করে চূড়ান্ত সুরাহা করে।
এমন অবস্থাতেই বাংলাদেশের অবস্থান নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার অতুল ওয়াসান। তিনি মনে করেন বাংলাদেশ নিজেদের পরিণতি জেনেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর বাংলাদেশ এমন কঠিন সিদ্ধান্ত নেবে, এটা কখনই ভাবেননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'এটা সত্যিই দুঃখের। কিন্তু একই সঙ্গে অবাক করার মতোও। কারণ এত বড় একটি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পরিণতি কী হতে পারে, সেটা তারা ভালোভাবেই জানে। প্রশ্ন হচ্ছে—কিসের জন্য? কেবল অভিমান করে? শুধু আইপিএল থেকে একজন খেলোয়াড় বাদ পড়েছে—সেখান থেকেই বিষয়টি এত দূর গড়িয়েছে। এটা আমাকে সত্যিই হতবাক করেছে।'
তিনি আরও যোগ করেন, 'তারা বুঝতে পারছে না যে, এতে পুরো ক্রিকেট ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হবে। আইসিসি একেবারে স্পষ্ট করে দিয়েছে—শেষ মুহূর্তে ম্যাচ সূচি বদলাতে বাধ্য করার জন্য কোনোভাবেই আইসিসিকে ব্ল্যাকমেইল বা চাপ দেওয়া যাবে না। আইসিসি এখানে সঠিক সিদ্ধান্তই নিয়েছে, শক্ত অবস্থান নিয়েছে।'
বাংলাদেশ নিজেরই ক্ষতি করেছে দাবি ওয়াসানের। এর ফলে বাংলাদেশের মোটা অঙ্কের আর্থিক ক্ষতি হবে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। আর বাংলাদেশের ক্রিকেট দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার।
তিনি বলেন, 'আমার মনে হয় বাংলাদেশ এখন নিজেরই ক্ষতি করছে—ইংরেজিতে যাকে বলে ‘cutting the nose to spite the face’। তারা বুঝতে পারছে না যে, এর আর্থিক শাস্তিও আসবে। আর দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় ক্ষতিটা হবে ক্রিকেটেরই। এই সিদ্ধান্তের ফল ভোগ করতে হবে পুরো খেলাটাকেই।'