বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের সব লিগ ম্যাচই ভারতের মাটিতে হওয়ার কথা। কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আগামী এক–দুই দিনের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ঢাকায় জরুরি বৈঠক করে বিসিবি সিদ্ধান্ত নেয়, বর্তমান পরিস্থিতিতে জাতীয় দল ভারত সফরে যাবে না। বিসিবির পরিচালনা পর্ষদের ওই বৈঠক থেকেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিসিবির বিবৃতিতে বলা হয়, ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে এবং বাংলাদেশ সরকারের পরামর্শও বিবেচনায় নেয়া হয়েছে। এসব দিক পর্যালোচনা করেই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান অবস্থায় দলকে ভারতে পাঠানো হবে না।
৪ জানুয়ারি বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে, টুর্নামেন্টের আয়োজক সংস্থা হিসেবে তারা যেন ভারতের বাইরে বাংলাদেশের সব ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করে। এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ‘সাম্প্রতিক পরিস্থিতি’র কথা উল্লেখ করে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়ার নির্দেশ দেয়।
বিসিসিআই বিস্তারিত ব্যাখ্যা না দিলেও, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার খবরের সঙ্গেই বিষয়টি যুক্ত। উল্লেখ্য, টি–টোয়েন্টি বিশ্বকাপটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা।