ধ*র্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

বাংলাদেশ ক্রিকেট
ধ*র্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন তোফায়েল আহমেদ। কয়েক দফা শারীরিক সম্পর্ক করলেও এখনো ওই তরুণীকে বিয়ে করেননি বাংলাদেশের এই ক্রিকেটার। এমন অবস্থায় ধর্ষণ মামলায় তোফায়েলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে গুলশান থানা পুলিশ।

গত ৩০ নভেম্বর আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম। ১১ ডিসেম্বর এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ধর্ষণের অভিযোগের প্রমাণ পাওয়ায় ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগপত্র জমা দিয়েছি। সাক্ষীরা আদালতে হাজির হয়ে ঘটনার সত্যতা প্রমাণ করবেন।’

প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার জানান, মামলার পরবর্তী তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারিত হয়েছে। সেদিন আদালতে চার্জশিট আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। মামলার বিবরণ অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ভুক্তভোগী তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তোফায়েলের। পরবর্তীতে ফেসবুক মেসেঞ্জারে নিয়মিত কথা বলতেন তারা। একটা সময় পর গিয়ে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন তোফায়েল।

যদিও ডানহাতি পেস বোলিং অলরাউন্ডারের প্রস্তাবে রাজি হননি ওই তরুণী। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে রাজি করিয়েছেন তিনি। প্রেমের প্রস্তাবে রাজি করানোর পর গত ৩১ জানুয়ারি তাকে স্ত্রী পরিচয় দিয়ে গুলশানের একটি হোটেলে ওই তরুণীকে ধর্ষণ করেন। অল্প কিছুদিনের মধ্যে বিয়ে করবেন এমন আশ্বাস দিয়ে পরবর্তী সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন।

পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় বাদী হয়ে তোফায়েলের বিরুদ্ধে গুলশান থানায় ধর্ষণ মামলা করেন ওই তরুণী। মামলার পর গত ২৪ সেপ্টেম্বর ছয় সপ্তাহের আগাম জামিন নেন তোফায়েল। একইসঙ্গে তাকে এই জামিন শেষ হওয়ার আগেই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ নির্দেশ দেন হাইকোর্ট। তবে আগাম জামিনের মেয়াদ শেষ হলেও তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেননি।

সার্বিক তদন্তে প্রথম দিনের ঘটনা, হোটেল বুকিং কপি, ধর্ষণের মেডিক্যাল রিপোর্ট সংগ্রহ করেছে পুলিশ। পুরো ঘটনা সম্পর্কে ভুক্তভোগী ওই তরুণী বলেন, ‘বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে স্থাপন করে। বিষয়টি সমাধানে তার পরিবারের কাছে গিয়েও ফল পায়নি। ঘটনার এক পর্যায় বিসিবি প্রেসিডেন্টকে লিখিত অভিযোগ দিই। তিনি আশ্বাস দিয়েও কথা রাখেননি।’

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবশেষ আসরে ব্যাটে-বলে আলো ছড়িয়েছিলেন তোফায়েল। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে পারফর্ম করে বাংলাদেশ ‘এ’ দলেও সুযোগ মেলে তাঁর। গত রাইজিং স্টার্স এশিয়া কাপে ‘এ’ দলের হয়ে খেলেছেন পেস বোলিং এই অলরাউন্ডার। কদিন আগে শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলেছেন সিলেট বিভাগের হয়ে।

আরো পড়ুন: তোফায়েল আহমেদ