শামীমের আউট দৃষ্টিকটু, ব্যাটারদের জন্য হেরেছি: নান্নু

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
শামীমের আউট দৃষ্টিকটু, ব্যাটারদের জন্য হেরেছি: নান্নু
শামীম পাটোয়ারী, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হারে বাংলাদেশ। এই ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বহীন শট খেলে ফিরে যান শামীম পাটোয়ারী। তার অমন ব্যাটিং নিবেদন দৃষ্টিকটু লেগেছে মিনহাজুল আবেদীন নান্নুর কাছে। বিসিবির সাবেক নির্বাচক শামীমের কঠোর সমালোচনা করেছেন।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ রানের মধ্যেই তিন উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, লিটন দাস ও সাইফ হাসান ফিরে যাওয়ার পর বোল্ড হয়ে ফিরে যান শামীমও।

৪১ রানে চতুর্থ উইকেট হারানো বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। জেসন হোল্ডারের ব্যাক অব দ্যা লেংথ ডেলিভারিতে পুল শট খেলতে গিয়ে ড্রেসিং রুমে ফিরতে হয় শামীমকে।

তার সমালোচনায় ক্রিকফ্রেঞ্জিকে নান্নু বলেন, 'শামীম যেভাবে আউট হয়েছে এটা সবাই একটা দৃষ্টিকটু। ওইটা কিন্তু অবশ্যই এটা সবাইকে কিন্তু একটা এটার কোন রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করে নাই। এসেই এই ধরনের একটা শট খেলা, কারণ ঐ সময় কিন্তু তিনটা উইকেট দ্রুত পড়ে গিয়েছে। এই জায়গায় কিন্তু একটা দায়িত্বশীল ব্যাটিং দরকার ছিল এবং ধৈর্যও দরকার ছিল।'

'তো এইভাবে আউট হওয়াতে সবার কাছে একটা খারাপ লেগেছে। ওই জায়গায় ১৬৫, ৬৬ টার্গেটের মধ্যে কিন্তু ৫০ রানের ছয়টা উইকেট, পাঁচটা উইকেট চলে যাওয়া এটা কিন্তু কোন অবস্থাতেই সম্ভব না। এখানে শর্টার ভার্সন খেলা, এই জায়গায় কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে যেকোনো একজনকে খেলতে হবে।'

চট্টগ্রামে আগে ব্যাটিং করে তিন উইকেটে ১৬৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ দল। শুরুতে ৫৯ রানের ওপেনিং জুটি পেলেও ৮২ রানের মধ্যে তিন উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এরপর ২৮ বলে অপরাজিত ৪৬ রান করেন হোপ, সমান বলে অপরাজিত ৪৪ রান করেন রভম্যান পাওয়েল।

তাদের উদাহরণ টেনে নান্নু আরো বলেন, 'শাই হোপ কিন্তু শুরুতে অত স্লগ করে নাই। ও কিন্তু ধরে খেলেছে, রভম্যান পাওয়েলও কিন্তু একই ধারায় গিয়েছে। কারণ ওদের একটা জিনিস ছিল যে সে একটা সুযোগ পেলে এটা ব্যবহার করবে, যেটার মোমেন্টাম দরকার টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য। তো আমার মনে হয় সবকিছু মিলিয়ে বলব যে আমাদের ব্যাটিং ব্যর্থতায় কিন্তু কালকের ম্যাচটা হেরে গিয়েছি।

'যেহেতু শর্টার ফরম্যাটের খেলা এখানে কিন্তু একটা ভুল কিন্তু অনেক বড়ভাবে পার্থক্য হয়ে দাঁড়ায়। তো আমার মনে হয় এখান থেকে শোধরানোর সময় আছে। আগামীকাল আবার খেলা আছে। আমার মনে হয় সবাই যদি দায়িত্ব নিয়ে খেলতে পারি ইনশাআল্লাহ কালকে ভালো করার অবশ্যই সুযোগ থাকবে।'

আরো পড়ুন: মিনহাজুল আবেদীন নান্নু