ব্যাটিং উইকেটে বাংলাদেশকে ঘায়েল করতে চায় ‘চাপমুক্ত’ শ্রীলঙ্কা

ছবি: টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা, ক্রিকফ্রেঞ্জি

উল্টো তার দল যেভাবে পুরো সিরিজ জুড়ে খেলেছে তাতে তিনি বেশ খুশি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে লঙ্কান ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিচ্ছেন বলেও দাবি জয়াসুরিয়ার। সব মিলিয়ে শীষ্যদের কাছ থেকে জয়ের বিকল্প কিছু চান না শ্রীলঙ্কার এই প্রধান কোচ।
অনুশীলন ও কঠোর পরিশ্রমই সাফল্যের শেষ কথা: নিশাঙ্কা
৪ ঘন্টা আগে
নিজের প্রত্যাশা নিয়ে জয়াসুরিয়া বলেন, 'কোনো চাপ নেই। আমাদের ভালো খেলতে হবে। আমরা এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি, এবং আমরা টেস্ট সিরিজ জিতেছি, আমরা ওয়ানডে জিতেছি। এটা সবসময়ই একটা চাপের খেলা। এটা শেষ খেলা, এই মুহূর্তে ১-১ সমতা রয়েছে। সুতরাং, শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীরা চায় শ্রীলঙ্কা ভালো করুক। খেলোয়াড়রাও ভালো করতে চায়। তাই আমরা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে আমাদের সেরাটা দিচ্ছি, আমাদের ভালো করতে হবে।'

বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজেই ব্যাটিং বান্ধব উইকেটে খেলেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। এই ম্যাচেও রানে ভরা উইকেট আশা করছেন শ্রীলঙ্কান কোচ। ম্যাচের আগেরদিন উইকেট কেমন দেখেছেন এমন প্রশ্নে কৌশলী উত্তর দিয়েছেন জয়াসুরিয়া।
বিশ্বকাপে কলম্বোতে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
১০ ঘন্টা আগে
তিনি বলেছেন, 'আমি এইমাত্র উইকেটটি দেখেছি, এবং আমরা এই পুরো সিরিজ জুড়ে সবসময়ই ভালো ব্যাটিং ট্র্যাক চেয়েছি। এটাই আমরা চেয়েছিলাম। এমনকি টেস্ট ম্যাচ, ওয়ানডে, টি-টোয়েন্টিতেও আমরা ভালো, ফ্ল্যাট, ভালো ব্যাটিং উইকেট চাই। আমরা একটি ভালো ব্যাটিং উইকেট আশা করছি। আমরা জানি না, আমাদের আগামীকাল দেখতে হবে।'
পুরো সিরিজ জুড়েই লঙ্কান ব্যাটাররা আলো ছড়িয়েছেন। কখনও কুশল মেন্ডিস, কখনও চারিথ আসালাঙ্কা, আবার কখনও ব্যাট হাতে ঝড় তুলেছেন পাথুম নিশাঙ্কা। জয়াসুরিয়ার প্রত্যাশা সিরিজের শেষ টি-টোয়েন্টিতে উপরের সারির সেরা চার ব্যাটারের মধ্যে অন্তত একজন বড় ইনিংস খেলবেন।
সেই প্রত্যাশা নিয়ে জয়াসুরিয়া বলেন, 'আমাদের দলের কাছে আমার প্রত্যাশা হলো ব্যাটসম্যানরা ভালো ব্যাট করবে। এটাই মূল বিষয়। টপ থ্রি, ফোর ব্যাটসম্যানদের মধ্যে একজনকে দীর্ঘ সময় ব্যাট করতে হবে, এবং বাকিদের সেই খেলোয়াড়কে ঘিরে খেলতে হবে, যে ওই নির্দিষ্ট দিনে রান করবে। সুতরাং এটাই মূল বিষয়। আমি মনে করি বোলাররা যথেষ্ট অভিজ্ঞ এবং তারা জানে কী করতে হবে। তাই আমাদের একটি খুব ভালো খেলোয়াড়দের দল আছে, অভিজ্ঞ খেলোয়াড়, এবং আমি আগেও যেমন বলেছি, ব্যাটিং লাইনআপে যে-ই সেট হবে, তাকে দীর্ঘ সময় ধরে ভালো ব্যাট করতে হবে।'