১৫ বছরেও কলম্বোতে এমন উইকেট দেখেননি লঙ্কান ব্যাটিং কোচ

বাংলাদেশ
১৫ বছরেও কলম্বোতে এমন উইকেট দেখেননি লঙ্কান ব্যাটিং কোচ
দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন তাইজুল ও ইবাদত, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি হয়েছে ড্র। ফলে কলম্বো টেস্টের ফলাফলের ওপরই নির্ভর করছে সিরিজের ভাগ্য। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আলো ছড়িয়েছেন লঙ্কান বোলাররা। ৮ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে বেধে রেখেছেন ২২০ রানে। দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশের আর দুটি উইকেট নিতে হবে লঙ্কানদের।

যদিও কলম্বোতে প্রথম দিনের উইকেট অবাক করেছে শ্রীলঙ্কা দলকে। এই মাঠে শুরু থেকেই পেসাররা বাড়তি বাউন্স পান। তবে সেই তুলনায় উইকেট কিছুটা ধীর ছিল। বাংলাদেশের ব্যাটাররাও দ্রুত রান তুলতে পারেননি। প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্বি জানিয়েছেন এই মাঠে ১৫ বছর ক্রিকেট খেলেছেন তিনি। তবে এমন উইকেট দেখেননি।

অবশ্য বোলারদের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন লঙ্কান এই কোচ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমার মনে হয়, পেস বোলাররা খুব ভালো বল করেছে, তবে উইকেটটা একটু অন্যরকম ছিল। আমি এসএসসিতে ১৫ বছর ধরে খেলছি, তবে এটা একেবারে অন্যরকম উইকেট। এটা একটু ধীর গতির ছিল, কারণ সাধারণত এসএসসিতে বাউন্স ভালো হয়, আমরা এতে কিছুটা বিস্মিত হয়েছি।'

শ্রীলঙ্কা এই ম্যাচে খেলছে ২ পরিবর্তন নিয়ে বিশ্ব ফার্নান্দোকে দলে নিয়েছে তারা। এ ছাড়া অভিষেক হয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার সোনাল দিনুশার। বিশেষ করে বিশ্বকে দলে ফেরানর কারণ ছিল অভিজ্ঞতা। প্রথম দিনই তিনি সেই অভিজ্ঞতার প্রমাণও দিয়েছেন। বাংলাদেশের দুটি উইকেট নিয়েছেন তিনি।

এর মধ্যে আছে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের উইকেট। এই পেসারের পারফরম্যান্স বিশ্লেষণ করে কান্দাম্বি বলেন, 'হ্যাঁ, আমার মনে হয়, বিশ্বকে দলে আনার মূল কারণ ছিল তার আলাদা অ্যাঙ্গেল। বিশ্ব একজন অভিজ্ঞ বোলার, সে অনেকদিন ধরে শ্রীলঙ্কার হয়ে খেলছে। আমি মনে করি, সে তার সুযোগ ভালোভাবে কাজে লাগিয়েছে।'

শ্রীলঙ্কার একাদশে আছেন তিনজন বিশেষজ্ঞ স্পিনার। এ ছাড়া দলের প্রয়োজনে প্রথম দিন বল হাতে তুলে নিয়েছিলেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাও। দুজন পেসারের মধ্যে তাই দুজনকেই লাগাতার বোলিং করতে হয়েছে। এর কারণ ব্যাখ্যা করে লঙ্কান ব্যাটিং কোচ বলেন, 'কারণ আমরা মাত্র দুইজন পেস বোলার নিয়ে খেলছি। তাদের পুরো দিন বল করতে হয়েছে। এ ছাড়াও এখানে আর্দ্রতা অনেক বেশি ছিলো, সম্ভবত এটাই কারণ।'

আরো পড়ুন: শ্রীলঙ্কা