শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দলে ২ পরিবর্তন

বাংলাদেশ
শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দলে ২ পরিবর্তন
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। স্বাগতিকদের দ্বিতীয় টেস্টের দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন দুনিথ ওয়েল্লালাগে ও বিশ্ব ফার্নান্দো। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বিতীয় টেস্টের স্কোয়াডব জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

২৫ জুলাই থেকে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচের জন্যই স্পিনার ওয়েল্লালাগে এবং পেসার ফার্নান্দোকে দলে নিয়েছে লঙ্কানরা। বাঁহাতি স্পিনার ওয়েল্লালাগে এখন পর্যন্ত মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন।

পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে তিনি কোনো উইকেট না পেলেও তার প্রতিভার ওপর আস্থা রেখেছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। ফার্নান্দো অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে একজন। এই বাঁহাতি পেসার এখনও পর্যন্ত ২৭টি টেস্ট খেলে ৭৯টি উইকেট শিকার করেছেন। কলম্বোর পিচে শুরুর দিকে পেসাররা সাহায্য পেতে পারেন।

মূলত সেই সম্ভাবনা থেকেই ফার্নান্দোকে দলে নেয়া হয়েছে। গল টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ফলে তার জায়গায় আরেকজন ক্রিকেটার নিতেই হতো শ্রীলঙ্কাকে। তারা আরেকজন বাড়তি ক্রিকেটার যোগ করেছে।

টেস্ট সিরিজের পর বাংলাদেশ ও শ্রীলঙ্কা সীমিত ওভারের সিরিজে একে অপরের মুখোমুখি হবে। সিরিজের তিন ওয়ানডে যথাক্রমে ২, ৫ ও ৮ জুলাই। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।

দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড:

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, পাসিন্দু সুরিয়াবান্দারা, পবন রত্নায়েকে, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রবাথ জয়সুরিয়া, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ইসিথা বিক্রমাসুন্দরা, বিশ্ব ফার্নান্দো, দুনিথ ওয়েল্লালাগে।

আরো পড়ুন: দুনিথ ওয়াল্লালাগে