‘কমিটির দল থাকলেও লাভ নেই, খেলা তো সরাসরি দেখায়’
প্রত্যাশিত পৃষ্ঠপোষক না বিপিএল শুরুর একদিন আগে চট্টগ্রামের মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গল সার্ভিসেস। তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের মালিকানা নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তড়িঘড়ি করে টিম ম্যানেজমেন্ট নিয়োগ দিয়ে ধাক্কা সামাল দেয় তারা। বিসিবি নিজেরা আয়োজক হওয়ার পাশাপাশি টুর্নামেন্টে তাদের দলও থাকায় পাড়া-মহল্লার খেলার মতো বিপিএলেও কমিটির দল বলার ক্ষেত্র তৈরি হয়েছে।