প্রথমবার ইংল্যান্ডের অধিনায়ক বেথেল, ডাক পেলেন বেকার

আন্তর্জাতিক
প্রথমবার ইংল্যান্ডের অধিনায়ক বেথেল, ডাক পেলেন বেকার
দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলছেন সোনি বেকার
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ইংল্যান্ড লায়ন্স, হ্যাম্পশায়ার ও দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে আলো ছড়িয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন সোনি বেকার। সাউথ আফ্রিকা ও আয়ার‌ল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজেই আছেন ডানহাতি এই পেসার। প্রতি ঘণ্টায় ৯০ মাইল গতিতে টানা বোলিং করতে পারার সঙ্গে উইকেট নেয়ার সামর্থ্যে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।

আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। একই মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে আয়ারল্যান্ড। সিরিজ শুরুর সপ্তাহ দুয়েক আগে ভিন্ন তিনটি দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্বে দেখা যাবে নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুককে।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য আয়ারল্যান্ড সফরে যাবেন না ডানহাতি এই ব্যাটার। ব্রুক ছাড়াও আয়ার‌ল্যান্ড সফরে বিশ্রাম দেয়া হয়েছে তিন সংস্করণে খেলা জফরা আর্চার, বেন ডাকেট, ব্রাইডন কার্স ও জেমি স্মিথকে। একই সিরিজে প্রধান কোচ হিসেবে পাওয়া যাবে না ব্রেন্ডন ম্যাককালামকে। আয়ারল্যান্ডের বিপক্ষে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার মার্কাস ট্রেসকোথিক।

ব্রুক না থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডেকে নেতৃত্ব দেবেন ২১ বছর বয়সি জ্যাকব বেথেল। ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে ইংলিশদের দায়িত্ব সামলাবেন তিনি। ম্যাচ খেলতে পারলে বেথেল ছাড়িয়ে যাবেন মন্টি বাউডেনকে। ১৮৮৮-৮৯ মৌসুমে কেপ টাউনে সাউথ আফ্রিকার বিপক্ষে ২৩ বছর ১৪৪ দিন বয়সে ইংল্যান্ডের জার্সিতে অধিনায়ক করেছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন গাস অ্যাটকিনসন, লুক উড ও টম হার্টলি। তবে দুই টি-টোয়েন্টি সিরিজের দলেই আছেন উড। স্পিনার হার্টলি যাবেন শুধু আয়ারল্যান্ড সফরে। হার্টলির পাশাপাশি বেকার, ম্যাথু পটসও খেলবেন আইরিশদের বিপক্ষে। এদিকে ব্যাট হাতে পারফর্ম করে ওয়ানডে দলে ফিরেছেন লেগ স্পিনার রেহান আহমেদ। ২ সেপ্টেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৭ সেপ্টেম্বর ডাবলিনে হবে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি।

সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড— হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, সোনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট এবং জেমি স্মিথ।

সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড— হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, সোনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ফিল সল্ট, আদিল রশিদ, জেমি স্মিথ এবং লুক উড।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড— জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, সোনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, লিয়াম ডওসন, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট এবং লুক উড।

আরো পড়ুন: ইংল্যান্ড