নোয়াখালীর সমর্থকদের ‘সরি’ বললেন সৌম্য
বিপিএলের শুরুর দিকে কয়েকটি বাস ভাড়া করে নোয়াখালী থেকে সিলেট শহরে গিয়েছিলেন কয়েকশ সমর্থক। টানা কয়েক দিন মাঠে গিয়ে নোয়াখালী এক্সপ্রেসের জন্য গলা ফাঁটালেও বলার মতো কিছু নিয়ে ফিরতে পারেননি তারা। একরাশ হতাশা নিয়ে তাদের ফিরতে হয়েছে নোয়াখালীতে। এখনো পর্যন্ত ৬ ম্যাচ খেলা নোয়াখালী হেরেছে সবকটিতে। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকায় ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকদের ‘সরি’ বললেন সৌম্য সরকার।