এরপর আকিলের বৈধ চতুর্থ ডেলিভারিতে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সৌম্য সরকার। তার ব্যাট থেকে আসে ৩ বলে মাত্র ৩ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচে হারে ১ রানের ব্যবধানে। ম্যাচ শেষে সৌম্য সংবাদ সম্মেলনে নিজের ভুল স্বীকার করেছেন। তিনি মনে করেন ফ্রি হিটগুলো কাজে লাগানো প্রয়োজন ছিল তার।
সৌম্য বলেছেন, 'আজকে তিনটা ফ্রি হিট আমি কাজে লাগাতে পারিনি। এর আগেও আমার অনেক ফ্রি হিট মিস হয়েছে। তবে ওরকম কোনো মানসিক চাপ ছিল না। আমি যে বলগুলো খেলেছি, তার সবগুলোই প্রায় ফ্রি হিট ছিল। আমার লক্ষ্যই ছিল ছয় মারার বা বাউন্ডারি, কিন্তু আমি পারিনি। হয়তো এখানে আমার কোনো ঘাটতি ছিল।'
বাংলাদেশ দল আগেই ধারণা করেছিল সুপার বোলার বোলিং করতে আসবেন আকিল। সেভাবেই তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন সুপার ওভারে ব্যাটিং করার আগে। সৌম্য জানিয়েছেন তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন বাউন্ডারি আদায় করে নেয়ার ব্যাপারে। তবে ব্যাটে-বলে করতে পারেননি তিনি।
উইকেটের দায় দিয়ে তিনি বলেন, 'আমার জন্য এটা ব্যর্থতা। একজন বাঁহাতি স্পিনার ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে একটা বাউন্ডারি আদায় করতে পারবো। তবে এটাও ঠিক যে উইকেটটা সহজ ছিল না, সহজে চার ছক্কা মারার মতো ছিল না। বলটা অনেক পুরোনো হয়ে গিয়েছিল।'
তিনি আরও যোগ করেন, '৫০ ওভারের পর তাই মারলেও যাচ্ছিল না। বড় হিট করতে গেলে উইকেটেরও সাহায্য লাগে। বলটা একটু স্লো আসছিল এবং টার্নও ছিল অনেক বেশি। পরেরবার যদি এমন উইকেট থাকে, তাহলে সেভাবেই অনুশীলন করতে হবে যে কীভাবে ছয় মারা যায়।'