যদিও ভিসা জটিলতার কারণে এখনও সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি সৌম্য সরকার। বৃহস্পতিবার বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। এই ম্যাচে সৌম্যকে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। টিম ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন সৌম্যর ভিসা জটিলতা শেষ হওয়ার অপেক্ষায় আছেন তারা।
শারজাহতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাফিস বলেছেন, 'বিসিবি বিষয়টি দেখছে। যত দ্রুত সম্ভব ভিসাটা হয়ে গেলে, সে চলে আসবে। সে প্রস্তুত আছে। সব কার্যক্রম দেখভাল করছেন শাহরিয়ার নাফীস। তাই ভিসা পাওয়া মাত্রই সে উড়াল দেবে, মানে পরের ফ্লাইটেই চলে আসবে।'
কদিন আগেই জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে খেলেছেন সৌম্য। খুলনার হয়ে ব্যাট হাতে অসাধারণ ফর্মে ছিলেন এই ওপেনার। সেখানে খেলা দুই ম্যাচেই ব্যাট হাতে ঝলক দেখান তিনি। রাজশাহীর বিপক্ষে ছয়টি চার ও চারটি ছক্কায় ৩৪ বলে ৬৩ এবং ঢাকা মেট্রোর বিপক্ষে চারটি চার ও তিনটি ছক্কায় ৩৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
এমন ফর্মের কারণেই জাতীয় দলে আবারও সুযোগ পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। আরব আমিরাত যেসব দেশের ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এর মধ্যে বাংলাদেশও রয়েছে। তবে বিশেষ বিবেচনায় ক্রিকেটার ও সাংবাদিকরা পেয়েছেন ভিসা। সৌম্যর ভিসাও করা ছিল। তবে এক মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে না গেলে তা বাতিল হয়ে যায়। সৌম্যর ক্ষেত্রেও তা হয়েছে।
এ প্রসঙ্গে নাফিস আরও বলেন, 'তার ভিসা হয়ে গিয়েছিল। আমি আবার বলছি, তার ভিসা প্রথমে হয়ে গিয়েছিল। কিন্তু আপনি জানেন, এখানে যদি এক মাসের মধ্যে এন্ট্রি না করা হয়, তাহলে ভিসা ইনভ্যালিড হয়ে যায়। সেই কারণে যখন দলটা দিয়েছে, তখন আমাদের আবার নতুন করে তার জন্য ভিসা করতে হচ্ছে।'
তার ভিসা হয়ে গিয়েছিল। আমি আবার বলছি, তার ভিসা প্রথমে হয়ে গিয়েছিল। কিন্তু আপনি জানেন, এখানে যদি এক মাসের মধ্যে এন্ট্রি না করা হয়, তাহলে ভিসা ইনভ্যালিড হয়ে যায়। সেই কারণে যখন দলটা দিয়েছে, তখন আমাদের আবার নতুন করে তার জন্য ভিসা করতে হচ্ছে।