হাথুরুসিংহের সঙ্গে কী নিয়ে কাজ করেছেন, জানালেন সাদমান
লর্ডসে দুদিনের অনুশীলন শেষে দেশে ফিরেছিলেন সাদমান ইসলাম। বাংলাদেশে ফেরার পর অস্ট্রেলিয়ার বিমান ধরেন চান্ডিকা হাথুরুসিংহের একাডেমিতে অনুশীলন করতে। কয়েক লাখ টাকা খরচে অনুশীলন করে নিজের খেলার উন্নতি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। বাংলাদেশের সাবেক প্রধান কোচের সঙ্গে কাজ করা নিয়ে সাদমান জানান, বিশেষ কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ হয়নি তাদের।