পাকিস্তান সিরিজ শেষ শরিফুলের

বাংলাদেশ
পাকিস্তান সিরিজ শেষ শরিফুলের
প্রথম টি-টোয়েন্টিতে উইকেট নেয়ার পর শরিফুল ইসলাম
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাকিস্তানের বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের। রবিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ।

এই ম্যাচে পেসার শরিফুল ইসলামকে পাচ্ছে না লিটন দাসের দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ে সময় পাওয়া চোটে এক ম্যাচ আগেই সফর শেষ হয়ে গেছে বাঁহাতি পেসারের। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে এই পেসার সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন।

এরই মধ্যে লাহোরে তার এমআরআই করা হয়েছে। সেখানে গ্রেড ওয়ানের টিয়ার ধরা পড়েছে। এ কারণেই তাকে শেষ ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। শরিফুলের চোট নিয়ে বিসিবির বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছেন ফিজিও দেলোয়ার হোসেন।

তিনি বলেছেন, 'শরিফুল শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় আঘাত পান। পরবর্তীতে এমআরআই স্ক্যান করে তার ডান পাশের রেক্টাস ফেমোরিস পেশীতে গ্রেড ১ স্ট্রেন ধরা পড়েছে। এই আঘাতের কারণে শরিফুলকে পরবর্তী দুই থেকে তিন সপ্তাহের জন্য খেলতে পারবেন না।'

সামনেই বাংলাদেশ দলের ব্যস্ত সূচি অপেক্ষা করছে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। এই সিরিজে শরিফুল খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করার সময় টান অনুভব করেন শরিফুল।

কিছুক্ষণ বসে থাকার পর আবারও বল করার চেষ্টা করেন তিনি। কিন্তু সে সময়ে বুঝতে পারেন, বল করার মতো অবস্থা নেই। ফলে মাত্র ৩ বল করেই ফিজিওর সঙ্গে মাঠ ছাড়তে দেখা যায় শরিফুলকে। এই পেসার না থাকায় ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ।

সেই কথা স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও। তিনি ম্যাচ শেষে বলেছেন, 'আমার মতে, যখন শরিফুল চোটে পড়ল, মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে যায়। আমরা জানতাম, বোলিংয়ে আমাদের ঘাটতি আছে।'

এদিকে আইপিএলে পাওয়া চোটে পাকিস্তান সিরিজে নেই মুস্তাফিজুর রহমান। আরেক পেসার তাসকিন আহমেদও চোটের কারণে মিস করেছেন সংযুক্ত আরব আমিরাত সিরিজ ও পাকিস্তান সিরিজ। তাই শরিফুলের চোট নিশ্চিতভাবেই বাংলাদেশের বোলিং লাইনআপে বড় ধাক্কা দিয়েছে।

আরো পড়ুন: শরিফুল ইসলাম