বিসিবির নির্বাচন বর্জন করলেন দেবব্রত

বাংলাদেশ
বিসিবির নির্বাচন বর্জন করলেন দেবব্রত
দেবব্রত পাল, ক্রিকফ্রেঞ্চি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের বিতর্ক যেন শেষই হচ্ছে না। নির্বাচন শুরুর কয়েকদিন আগেই সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী। পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহার করেছেন আরও কয়েকজন। সবমিলিয়ে ২১ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

যদিও তিন নম্বর ক্যাটাগরি থেকে খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে লড়ে যেতে চেয়েছিলেন দেবব্রত পাল। তবে বাংলাদেশের সাবেক অধিনায়কের সঙ্গে পেরে উঠতে পারেননি তিনি। ৩৫ ভোট পেয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন পাইলট। হারের পর কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছেন দেবব্রত।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে দেবব্রত বলেন, ‘আমি সবসময় বলেছি আমি শেষ পর্যন্ত থাকব। সকল প্রতিবন্ধকতা সম্পর্কে আমি জানতাম। তাও আমি চেয়েছি শেষ পর্যন্ত থাকি। ক্রিকেট বোর্ডের আসল চেহারাগুলো সবাই দেখুক। আজকে সারা জাতি ক্রিকেট বোর্ডে কি হয়েছে...(সেটা দেখেছে)।

তিনি আরও যোগ করেন, ‘ক্যাটাগরি ১,২ নিয়েও আমি প্রতিবাদ মুখোর ছিলাম। ৩ একজন মাত্র পরিচালক হত। ক্যাটাগরি ১ থেকে ১০ জন, দুইয়ে ১২ জন, এনএসসি থেকে দুজন- ২৪ জন। কোনো খারাপ জিনিস গ্রহণ করার উপায় থাকে না। এটা বর্জনই করতে হয়।’

আরো পড়ুন: বিসিবি নির্বাচন