বরিশালের শিরোপা জয়ে অবদান রাখতে পেরে আপ্লুত মালান

ছবি: বরিশালের জার্সিতে বিপিএলের সময়টা উপভোগ করেছেন ডেভিড মালান, ক্রিকফ্রেঞ্জি

চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে মালান অবশ্য কিছুই করতে পারেননি। এ দিন কেবল এক রান আসে তার ব্যাটে। শরিফুল ইসলামের দারুণ একটি ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের শিকার হন তিনি।
টাকা না থাকলে বিপিএলে দল নিতে না করছেন মালান
২৭ জানুয়ারি ২৫
তবে পুরো আসরজুড়ে অনবদ্য ছিল মালানের পারফরম্যান্স। তিনি দলে যোগ দেয়ার পর থেকেই পাল্টে যায় বরিশালের চেহারা। আসরে ৯ ম্যাচ খেলে ৬৩.২০ গড়ে ৩১৬ রান করেন ইংল্যান্ডের এই ব্যাটার।

মালানের স্ট্রাইক রেট ছিল ১৫৬.৪৩। আসরে তিনটি হাফ সেঞ্চুরি আছে মালানের। ৪৯ রানের অপরাজিত একটি ইনিংসও আছে। ফাইনালসহ ৯ ইনিংসের মধ্যে কেবল তিনটি ইনিংসে তিনি এক অঙ্কে ফিরে যান, বাকি ছয়টি ইনিংসেই ৩০ এর বেশি রান করেছেন মালান।
এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর
১১ ফেব্রুয়ারি ২৫
শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করার সময় জিমি নিশামের এক প্রশ্নের জবাবে মালান বলেন, 'অসাধারণ অনুভূতি। এটা একটা লম্বা যাত্রা ছিল। শিরোপা জিততে পেরে খুবই ভালো লাগছে। আসরে অবদান রাখতে পেরেও ভালো লাগছে। আগামীকাল আমার ফ্লাইট, এটার আগে দারুণ একটা রাতের প্রত্যাশায় আছি।'
চিটাগংয়ের ছুঁড়ে দেয়া ১৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে একই ওভারে তামিম ইকবাল এবং মালানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে বরিশাল। যদিও কাইল মেয়ার্সের ২৮ বলে ৪৬ এবং রিশাদ হোসেনের ছয় বলে ১৮ রানের ইনিংসে শিরোপা জিতে বরিশাল।