বিদেশের কাছে বিপিএলের ভাবমূর্তি বাঁচিয়ে রাখতে বলছেন তামিম

ছবি: গণমাধ্যমে কথা বলছেন তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

পারিশ্রমিক বকেয়া রাখা কিংবা স্পট ফিক্সিংয়ের সন্দেহ ওঠার মতো বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবারের বিপিএলে। এসবের সঙ্গে যুক্ত আছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির নাম। আসরজুড়ে এই ফ্র্যাঞ্চাইজিটি একাই বহু অনিয়মের জন্ম দিয়েছে।
তামিমের সেঞ্চুরিতে জিতল মোহামেডান
২১ ঘন্টা আগে
একইসঙ্গে এবারের বিপিএলে যুক্ত হয়েছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। সব মিলিয়ে ম্যাচ গড়াপেটার অভিযোগ আছে দশ ক্রিকেটারের নামে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিসিবির দূর্নীতি দমন সংস্থা (আকসু) কোনো ক্রিকেটারের তালিকা আনুষ্ঠানিকভাবে কোথাও প্রকাশ করেনি।

এসব বিষয়ে বিসিবিকে কঠিন পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফাইনালের আগের দিন তামিম অবশ্য এসব বিতর্কে গেলেন না। এবারের বিপিএলের মানসম্পন্ন উইকেট এবং খেলার মানের ইতিবাচকতা নিয়েই কথা বলছেন তিনি। যদিও এর আগে বিপিএল মাঠগুলোর বাউন্ডারি ছোটো হওয়া নিয়ে সমালোচনা করেছিলেন এই ওপেনার।
এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর
১১ ফেব্রুয়ারি ২৫
তামিম বলেন, 'দেখেন অনেককিছু হতো বা অনেককিছু করা যেত এটা নিয়ে আমরা অবশ্যই বিতর্ক করতে পারি। তবে অনেককিছু ভালোও হয়েছে এটাও স্বীকার করতে হবে। মাঠের ক্রিকেট বেশ ভালো হয়েছে। উইকেট ভালো ছিল, ঘাস ভালো ছিল। তবে একটা জিনিস সন্দেহাতীত, তা হচ্ছে কিছু ক্ষতি পূরণ করতে হবে। আমি আপনাদের সঙ্গে একমত। তবে দিন শেষে এটা আমাদের ঘরের টুর্নামেন্ট। আমার কাছে মনে হয় যে আমিও অনেক সময় মন্তব্য করেছি, বিভিন্ন প্লেয়ার করেছে, মিডিয়াও এটা নিয়ে প্রশ্ন তোলে, তবে দিন শেষে এটা আমাদেরই টুর্নামেন্ট।'
'আমাদের এটা যেকোনোভাবে বাঁচিয়ে রাখতে হবে যেন ওই সুযোগটা আমাদের থাকে পরের বছর আরও ভালো করার। তবে প্রতিদিন এসে যদি একই কথা বলতে বলতে আমরা এটা নষ্ট করে ফেলি, তখন বিদেশে ভালো বার্তা যায় না। অবশ্য আমরা ওই কাজগুলোও করছি, ভালো বার্তা না পৌঁছানোর জন্য। আমি এটাকে (বিতর্ক) বাঁচানোর চেষ্টা করছি না। তবে মাঝেমধ্যে নিজের বাসার জিনিস যদি বাঁচিয়ে রেখে চলা যায়...তাহলে ক্রিকেটাররা বলেন, মিডিয়া বলেন এই সম্মানটা ধরে রাখা আসলে জরুরি।'