আমি যেরকম ব্যাটার, ওই রকম হার্ড হিটিং করাটা একটু কঠিন: তানজিদ

ছবি: গণমাধ্যমে কথা বলছেন তানজিদ হাসান তামিম, ক্রিকফ্রেঞ্জি

সেখানেই ব্যাটারদের ঘষামাজার কাজটি করেছেন উড। কিছুদিন আগে জাকের আলী অনিক জানিয়েছিলেন, আগে যেটা বাউন্ডারি সীমানায় ক্যাচ আউট হতো সেটা কীভাবে আরো পাঁচ-ছয় মিটার পিছিয়ে ছক্কা বানানো যায় তা নিয়েই মূল কাজ করেছেন উড।
র্যাঙ্কিংয়ে তানজিদ এগিয়েছেন ৮ ধাপ, এগোলেন লিটনও
৩ সেপ্টেম্বর ২৫
এক্ষেত্রে ব্যাটারদের ওপর বেশি চাপও দেননি উড। ইংল্যান্ডের এই কোচ ক্রিকেটারদের যার যার সামর্থ্যের চূড়ায় পৌঁছে দিতে চেয়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে এমনটা জানিয়েছেন তানজিদ হাসান তামিমও।
সিরিজ জয়ের এই ম্যাচে ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.১ ওভারেই খেলা শেষ করে বাংলাদেশ। ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন তানজিদ। তার ইনিংস সাজানো ছিল চারটি চার ও দুটি ছক্কায়।

এনসিএল টি-টোয়েন্টির সূচি প্রকাশ, ভেন্যু রাজশাহী, বগুড়া ও সিলেট
১২ ঘন্টা আগে
ইতোমধ্যেই ৩১টি টি-টোয়েন্টি খেলেছেন তানজিদ। স্ট্রাইক রেট ১২৯। ক্যারিয়ারে সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন ৩৪টি। আর ওয়ানডেতে তার ছক্কা ১৬টি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ম্যাচে বাংলাদেশ দলের উড়ন্ত সূচনার পেছনে কৃতিত্বও আছে তার তবুও নিজেকে আপাতত 'হার্ড-হিটার'দের কাতারে রাখছেন না তানজিদ। উডের সঙ্গে পরামর্শ করে নিজের সামর্থ্য অনুযায়ী অনুশীলন করেছেন তিনি।
সংবাদ মাধ্যমে তানজিদ বলেন, 'আসলে দেখেন আমি যেরকম ব্যাটার, আমার জন্য ওই রকম হার্ড হিটিং করাটা একটু কঠিন। তো আমি চেষ্টা করছি। উডের সঙ্গে কথা হয়েছে আমার। কিভাবে এখান থেকে আরো ভালো হিটিং করতে পারি। এটা নিয়ে কাজ হচ্ছে। ও বেশি নড়াচড়া করছে না আমাকে। শুধু এখান থেকে কিভাবে আরও ভালোভাবে, ভালো ব্যালান্স নিয়ে আরও ভালো করতে পারি, শুধু এই জিনিসটা নিয়ে কাজ করছি ওর সঙ্গে।'
'অবশ্যই সব কোচের থেকে ভালো কিছু শেখার আছে। যার থেকে যেটা নেয়ার আছে উডের কাছ থেকে সবাই কিন্তু সেটাই নিচ্ছে। তো অবশ্যই ভালো ইমপ্যাক্ট আছে আমাদের ভেতরে উডের সাথে কাজ করে।'