‘টস জিতে ফিল্ডিং কেন নিয়েছি টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে’

ছবি: তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরিতে সিরিজ জিতেছে বাংলাদেশ, ক্রিকফ্রেঞ্জি

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে অবশ্য একটু লড়াই করতে পেরেছিল নেদারল্যান্ডস দল। ২০ ওভারে তারা করে আট উইকেটে ১৩৬ রান। জবাবে তানজিদ হাসান তামিমের ২৪ বলে ২৯, লিটন দাসের ২৯ বলে অপরাজিত ৫৪, সাইফ হাসানের ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংসে ১৩.৩ ওভারেই ম্যাচ জিতে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে তানজিদ এগিয়েছেন ৮ ধাপ, এগোলেন লিটনও
৩ সেপ্টেম্বর ২৫
দ্বিতীয় ম্যাচে লড়াইও করতে পারেনি নেদারল্যান্ডস। খেলতে পারেনি পুরো ২০ ওভারও। ১৭.৩ ওভারে দলটি করে ১০৩ রান। জবাবে তানজিদের ৪০ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসে ১৩.১ ওভারে ম্যাচ জিতে বাংলাদেশ, নিশ্চিত করে সিরিজও।
এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে যাওয়ার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাটিং না করায় কিছুটা সমালোচনা সহ্য করতে হচ্ছে টাইগারদের। কেননা সিরিজ নিশ্চিত হলেও এখনো ব্যাটিংই পাননি দলের সিংহভাগ ক্রিকেটার।

টস জিতে আগে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিয়ে তানজিদ বলেন, 'আসলে দেখেন হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায়। প্রথমে উইকেট যে রকম থাকে, আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে। তো পরে ব্যাটিং করা ইজি হইছে আমাদের জন্য। তো আজকেও আমাদের একই পরিকল্পনা ছিল। হয়তো বা ডিউ পড়বে, আমাদের ব্যাটিং করতে যাতে আরও… কারণ যেহেতু সিরিজ নির্ধারণী খেলা ছিল এটা।'
এনসিএল টি-টোয়েন্টির সূচি প্রকাশ, ভেন্যু রাজশাহী, বগুড়া ও সিলেট
১০ ঘন্টা আগে
'আমার মনে হয় যে কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা ভাববে। তো এই বিষয়ে আমার আর কিছু বলার নাই। টস জিতে আমরা কেন ফিল্ডিং নিয়েছি টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। এটা নিয়ে আমি কিছু বলতে পারব না।'
তানজিদ অবশ্য নেদারল্যান্ডসকে খর্বশক্তির দল হিসেবেও মানতে নারাজ। তার মতে, একটানা জয়ের মধ্যে থাকলে এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস পাবে দল। যার কারণে ম্যাচ জয়ই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের কাছে।
তানজিদ বলেন, 'সব ম্যাচই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা ম্যাচই ইন্টারন্যাশন্যাল ম্যাচ। এখানে ছোট-বড় কোন ভেদাভেদ নাই। এখানে সব টিমই সমান টি-টোয়েন্টিতে। যে যার দিনে যে ভালো ক্রিকেট খেলবে সে জিতবে। তো আমার মতে যে সামনে যে ম্যাচটা আছে কারণ সামনে আমাদের এশিয়া কাপ, প্রত্যেক ম্যাচে যদি আমরা যেভাবে একটানা ভালো খেলছি, যদি আমরা চালিয়ে যেতে পারি, আমাদের জন্য ভালো হবে। আমাদের আত্মবিশ্বাস বাড়বে।'
'আসলে দেখেন এখানে ভালো খারাপ বলতে কিছু নাই। ক্রিকেট এমন খেলা, টি-টোয়েন্টি খেলাটা। এখানে ছোট বড় কোন টিম নাই। আমি এর আগেও বলছি যার দিনে যে ভালো ক্রিকেট খেলবে সে জিতবে। তো এখানে আমি কখনই এভাবে দেখি না।'