২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৩৩ রানের মধ্যে তারা ৬ উইকেট হারিয়ে ফেলে। একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের সংগ্রহ একশ পার করেছেন ফাহিমা খাতুন। তাকে সঙ্গ দিয়ে হারের ব্যবধান কমিয়েছেন রাবেয়া খান।
তার ব্যাট থেকে আসে ৩৯ বলে ২৫ রান। অষ্টম উইকেটে ফাহিমা ও রাবেয়া যোগ করেন ৪৪ রান। এই দুজনের বাইরে বাংলাদেশের হয়ে দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল নাহিদা আক্তার (১৭)। শেষ পর্যন্ত বাংলাদেশ দল আউট হয়েছে ১২৭ রানে। বাংলাদেশের শেষ ব্যাটার হিসেবে ফাহিমা আউট হয়েছেন ৮০ বলে ৩৪ রান করে।
এর আগে গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে বেশ ভালোই এগোচ্ছিল নিউজিল্যান্ড। জর্জিয়া প্লিমারকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেটের স্বাদ এনে দেন রাবেয়া খান।
এক বল পর তিনি আউট করেন অ্যামেলিয়া কারকেও। দলীয় ৩৮ রানে ২৯ রান করা সুজি বেটস রান আউট হলে বিপদে পড়ে কিউইরা। সেখান থেকে সোফি ডিভাইন ও ব্রুক হলিডে মিলে কিউইদের ইনিংস টানেন। দুজনে চতুর্থ উইকেটে যোগ করেছেন ১৬৬ বলে ১১২ রান।
হলিডে ফেরান ১০৪ বলে ৬৯ রান করে। তাকে ফেরান ফাহিমা খাতুন। এরপর ডিভাইন ৮৫ বলে ৬৩ রান করে আউট হন। আর ম্যাডি গ্রিনের ২৫ ইসাবেলা গেজের ১২ ও লি তাহুহুর অপরাজিত ১২ রানে লড়াইয়ের পুঁজি পায় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে একাই ৩ উইকেট নেন রাবেয়া। একটি করে উইকেট পান মারুফা, নাহিদা আক্তার, নিশিতা আক্তার ও ফাহিমা।