এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগ্রেসদের দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক অ রুবায়া হায়দার। এই দুজনে যোগ করেন ৫৩ রান।
দারুণ ছন্দে থাকা রুবায়া আউত হন ৫২ বলে ২৫ রান করে। আরেক ওপেনার ফারজানা ফিরেছেন ৭৬ বলে ৩০ রানের ইনিংস খেলে। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা মিলে বাংলাদেশের ইনিংস টানেন।
তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৯১ বলে ৭৭ রান। আর তাতেই মাঝারি সংগ্রহের ভিত পেয়ে যায় বাংলাদেশ। জ্যোতি ৪২ বলে ৩২ রান করে ফিরলেন স্বর্ণা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে।
যদিও শেষদিকে দ্রুত দুটি উইকেট হারায় বাংলাদেশ। সোবহানা মোস্তারি ৮ বলে ৯ রান করে রান আউট হয়েছেন। শূন্য রানে বোল্ড হয়েছেন রাবেয়া খান। তবে রিতু মনি ৮ বলে ১৯ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
সাউথ আফ্রিকার হয়ে দুটি উইকেট নেন ননকুলেকো এমলাবা। আর একটি করে উইকেট নেন দাদিন ডি ক্লার্ক ও কোলে ট্রায়ন।