বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে সেমি ফাইনালে অস্ট্রেলিয়া

বাংলাদেশ
ব্যাটিং ধসের পর সোবহানার হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের প্রায় দুইশ
হাফ সেঞ্চুরির পর সোবহানা মোস্তারি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ দলকে ১০ উইকেটে হারিয়ে নারী বিশ্বকাপের সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের দেয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগই পেতে হয়নি অজিদের। তারা ২৫.১ ওভার হাতে রেখেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

সেঞ্চুরি তুলে নিয়ে ৭৭ বলে ১১৩ রান করে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। আর আরেক ওপেনার ফোবি লিচফিল্ড অপরাজিত ছিলেন ৭২ বলে ৮৪ রান করে।

এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। যদিও দলকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার ফারজানা হক ও রুবিয়া হায়দার ঝিলিক। ৩২ রানেই ভাঙে তাদের ওপেনিং জুটি। ফারজানা আউট হন ২৪ বলে ৮ রান করে।

দ্বিতীয় উইকেটে ঝিলিক ও শারমিন আক্তার মিলে যোগ করেন ৪১ রান। ঝিলিক ফেরার পর আবারও শুরু হয় ব্যাটারদের আসা যাওয়া। দারুণ ফর্মে থাকা ঝিলিক এই ম্যাচেও খেলেছেন ৫৯ বলে ৪৪ রানের ইনিংস।

এরপর সোবহানা মোস্তারি ছাড়া আর কেউই বলার মতো সংগ্রহ করতে পারেননি। সোবহানা এদিন ৮০ বলে ৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলাদা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম দুটি করে উইকেট নেন। একটি উইকেট পেয়েছেন ম্যাগান স্কট।

আরো পড়ুন: নারী বিশ্বকাপ