এক মাস আগেই ‘পুরোনো ঘর’ রাজস্থানে ফিরতে চেয়েছিলেন জাদেজা
প্রায় এক মাস আগে রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালের সঙ্গে যোগাযোগ করেছিলেন রবীন্দ্র জাদেজা। রাজস্থানের মালিকের কাছে সেই দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন এই অলরাউন্ডার।
প্রায় এক মাস আগে রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালের সঙ্গে যোগাযোগ করেছিলেন রবীন্দ্র জাদেজা। রাজস্থানের মালিকের কাছে সেই দলে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন এই অলরাউন্ডার।
জল্পনার মাঝেই নেতৃত্ব প্রসঙ্গে স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিল চেন্নাই সুপার কিংস। আলোচনায় থাকা সাঞ্জু স্যামসনকে অধিনায়ক করছে না দলটি। আগের দুই মৌসুমের হতাশার পরও দলের নেতৃত্ব থাকছে রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধেই।
আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে ২০২৬ আইপিএলের নিলাম। দুবাই ও জেদ্দার পর টানা তৃতীয়বারের মতো ভারতের বাইরে নিলাম হতে যাচ্ছে। নিলামের আগে ১৫ নভেম্বরের মধ্যে ২০২৫ সালের স্কোয়াড থেকে কাকে ছাড়া ছেড়ে দিয়েছে আর কাকে রেখে দিয়েছে সেই তালিকা জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। ছেড়ে দেয়া ক্রিকেটারের তালিকায় আছেন আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল ও লিয়াম লিভিংস্টোনরা।
২০২৫ সালের আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে মূল্যবান দল। হুলিহান লোকির প্রকাশিত রিপোর্টে দেখা যায়, দলটির ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ২৬৯ মিলিয়ন ডলারে, যা গত বছরের তুলনায় ১৮.৫ শতাংশ বেশি। এটি আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃদ্ধি।
ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসর নিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি নিজেই এ ঘোষণা দেন। আইপিএল ছাড়লেও ভারতের অন্যান্য লিগে খেলে যাবেন তিনি।
গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। বদলি খেলোয়াড় হিসেবে তাকে সই করানো হয়। এই প্রসঙ্গেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের একটি মন্তব্য ঘিরে। চেন্নাইয়ের এই স্পিনার দাবি করেন অন্য দলগুলোর চেয়ে বেশি টাকা দিয়ে ব্রেভিসকে দলে নিয়েছিল তার দল।
২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বেটিং কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানোর ঘটনায় মহেন্দ্র সিং ধোনির দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় অবশেষে অগ্রগতি হচ্ছে। গত ১১ আগস্ট, মাদ্রাজ হাইকোর্ট মামলাটির শুনানি শুরুর নির্দেশ দিয়েছে।
সবশেষ আইপিএলের আগে চড়া দামে রবিচন্দ্রন অশ্বিনকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। তবে পারফরম্যান্সে প্রত্যাশা মেটাতে না পারায় এক মৌসুম শেষেই চেন্নাই ছাড়তে হতে পারে ভারতীয় এই স্পিনারকে। চেন্নাই ছাড়তে রাজি থাকলেও ২০২৬ আইপিএলে তাকে রাখা হবে নাকি ছেড়ে দেয়া হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের কাছে সেই বিষয়ে স্পষ্টতা চেয়েছেন অশ্বিন। সূত্রের বরাত দিয়ে এমন প্রতিবেদনই প্রকাশ করেছে ক্রিকইনফো।
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে পথচলা শুরু হয় রবিচন্দ্রন অশ্বিনের। মাঝে রাইজিং পুনে সুপারজায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলে গত মৌসুমে আবারও চেন্নাইয়ে ফেরেন তিনি। যদিও এক আসরেই চেন্নাইয়ের সঙ্গে নতুন সম্পর্কে ছেদ পড়তে যাচ্ছে ডানহাতি এই অফ স্পিনার। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের আগামী মৌসুমের আগে অশ্বিনকে ছেড়ে দেয়ার কথা ভাবছে চেন্নাই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছেই। ২০২৫ মৌসুমে ঋতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ার পর ফের চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব নেন ধোনি। পুরো মৌসুমজুড়েই তার অবসরের গুঞ্জন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই মৌসুম শেষ হওয়ার কয়েক মাস পার হলেও ধোনি কিংবা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় দলে যুক্ত হলেন ফাস্ট বোলার আনশুল কাম্বোজ। সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ২৩ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। এর আগে অনুশীলনের সময় বল থামাতে গিয়ে হাত কেটে চোট পান আর্শদীপ সিং। তার জায়গায় অস্থায়ী বিকল্প হিসেবে দলে নেয়া হয়েছে কাম্বোজকে।
আইপিএলের এবারের আসরে ভরাডুবি হয়েছে চেন্নাই সুপার কিংসের। বল হাতে দলের জন্য প্রয়োজন অনুযায়ী অবদান রাখতে পারেননি। ৯ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। অধারাবাহিক পারফরম্যান্সের কারণে নিয়মিত চেন্নাইয়ের একাদশেও জায়গা হয়নি অশ্বিনের।