ধোনি এবং চেন্নাইকে কৃতজ্ঞতা জানিয়ে নতুন রোমাঞ্চের অপেক্ষায় পাথিরানা

আইপিএল
ধোনি এবং চেন্নাইকে কৃতজ্ঞতা জানিয়ে নতুন রোমাঞ্চের অপেক্ষায় পাথিরানা
মহেন্দ্র সিং ধোনি ও মাথিশা পাথিরানা, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের এবারের মৌসুমে যেন 'নতুন শুরু' হতে যাচ্ছে শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাথিশা পাথিরানার। নিলামে ১৮ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২৩ বছর বয়সী এই পেসারকে ঘিরে আগ্রহ থাকলেও সাবেক দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাকে ফেরাতে কোনো বিড করেনি।

নিলামের পরই সিএসকের সঙ্গে সম্পর্কের ইতি টানার কথা জানান পাথিরানা। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি তার আইপিএল ক্যারিয়ারে চেন্নাই অধ্যায়ের গুরুত্ব তুলে ধরেন এবং দলটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাথিরানা লেখেন, ‘একজন স্বপ্ন দেখা ছেলেকে গর্বের সঙ্গে হলুদ জার্সি পরার সুযোগ করে দিয়েছে সিএসকে। এই দল আমাকে বিশ্বাস, আত্মবিশ্বাস আর আজীবনের এক পরিবার দিয়েছে।’

এই বার্তায় মহেন্দ্র সিং ধোনির প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান পাথিরানা। তিনি বলেন, ‘ধোনি ভাইয়ের দিকনির্দেশনা ও বিশ্বাসের জন্য আমি চিরকৃতজ্ঞ। কাসি স্যার, ম্যানেজমেন্ট, সতীর্থরা এবং সমর্থকদের ভালোবাসা আমি কখনো ভুলব না।’

সিএসকের হয়ে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে না পারার আক্ষেপ থাকলেও নিজের প্রচেষ্টা নিয়ে সন্তুষ্ট থাকার কথা জানান তিনি। পাথিরানা বলেন, ‘চেন্নাই আমার হৃদয়ে সব সময় বিশেষ জায়গা দখল করে থাকবে।’

২০২২ সালে আইপিএলে অভিষেকের পর ২০২৩ মৌসুমে ১২ ম্যাচে ১৯ উইকেট নিয়ে সিএসকের শিরোপা জয়ে বড় অবদান রাখেন পাথিরানা। ২০২৪ সালে ছয় ম্যাচে নেন ১৩ উইকেট। ২০২৫ মৌসুমে প্রত্যাশিত পারফরম্যান্স না হলেও এবার কেকেআরের হয়ে নতুন করে ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্য তার, ‘সম্মান ও কৃতজ্ঞতা নিয়ে এখন কেকেআরের সঙ্গে নতুন অধ্যায় শুরু করছি।’

আরো পড়ুন: মাথিশা পাথিরানা