
যথা সময়েই হবে বিসিবির নির্বাচন, আশ্বাস আসিফের
ঢাকার ক্লাবগুলো অভিযোগের প্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতেই স্থগিত করা হয়েছে গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম। তবে অক্টোবরে হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগে বোর্ডের সংবিধান সংস্কার করতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনসিসি)। সেটা করতে গেলে পিছিয়ে যেতে পারে বিসিবির নির্বাচন। এমন শঙ্কা থাকলেও আসিফ মাহমুদ নিশ্চিত করেছেন নির্বাচন পিছিয়ে দেয়ার মতো কোন পরিস্থিতি এখনো তৈরি হয়নি।