‘আমার স্পষ্ট নির্দেশনা থাকবে সাকিব যেন কখনোই বাংলাদেশের হয়ে খেলতে না পারে’

বাংলাদেশ
আমার স্পষ্ট নির্দেশনা থাকবে সাকিব যেন কখনোই বাংলাদেশের হয়ে খেলতে না পারে
সাকিব আল হাসান ও আসিফ মাহমুদ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
রবিবার নিজের ফেইসবুক পোস্টে সাকিব আল হাসান একটি ছবি শেয়ার করেন। সেখানে হাস্যজোল সাকিবকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পাশে ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন শেষ হাসিনার জন্মদিন উপক্ষ্যে তাকে শুভেচ্ছা জানাতেই এই পোস্ট লিখেন তিনি।

সেই পোস্ট চোখ এড়ায়নি আসিফ মাহমুদের। তিনি স্ট্যাটাস দেন। কোন একজনকে উদ্দেশ্য করে। নাম উল্লেখ্য না করলেও সেটা যে সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি লিখেন, 'একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But i was right. End of the discussion.'

সাকিবও বসেন থাকেননি। তিনি কিছুক্ষণ পরেই আরেক পোস্টে লিখেন, 'যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।'

এবার চ্যানেল টোয়েন্টি ফোরকে দেয়া এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ জানিয়েছেন সাকিবের ব্যাপারে তারা এবার আরও কঠোর অবস্থানে যাচ্ছেন। তার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশনা থাকবে সাকিব যেন বাংলাদেশের জার্সি গায়ে আর খেলতে না পারেন।

তিনি বলেন, ' তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া বা বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া, এটার, এটা আমার পক্ষে কোনভাবেই সুযোগ করে দেয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বোর্ডকে এভাবে না বললেও এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে যে সাকিব আল হাসান কখনোই বাংলাদেশের টিমে আর খেলতে পারবেন না।'

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর সাকিব আর দেশে ফিরতে পারেননি। সেই সঙ্গে বাংলাদেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছেও পূরণ হয়নি তার। সাকিব দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে থাকলেও। মিরপুর স্টেডিয়ামের সামনে আন্দোলন করে সাকিবদের দেশে ফেরা আটকে দেন আন্দোলনকারীরা।

আরো পড়ুন: বাংলাদেশ ক্রিকেট